ক্রিকেট মাঠের সৌজন্যবোধ অনেক সময় উদাহরণ তৈরি করে দিয়ে যায়। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম এদিন দৃষ্টান্ত রাখলেন রোহিত শর্মা। পেসার আবেশ খানের কাছে ব্যাপারটা ফ্যান বয় মোমেন্ট। তিনি বহু দিন ধরেই রোহিত শর্মার ভক্ত। আইপিএল-এর সুবাদে নিজের আইকনের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আবেশ খান। এদিন তিনি মুম্বইয়ের সূর্য কুমার যাদব ও রহুল চাহারকে আউট করেন। দিল্লির স্পিনার অমিত মিশ্রর দাপটে এদিন প্রথমে ব্যাট করেও মাত্র ১৩৭ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির বোলিং ইউনিট দুরন্ত পারফর্ম করেছিল। আবেশ খান মুম্বইযকে কম রানে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই আবেশ খানকেই ম্যাচের শেষে উপহার দিয়ে গেলেন রোহিত শর্মা।
advertisement
দিল্লি ক্যাপিটালস-এর টুইটার হ্যান্ডেল-এ আবেশ খানের ফ্যান বয় মুহূর্ত তুলে ধরা হল। চোখের সামনে নিজের আইকনকে দেখে যেন চোখ মুখ বদলে গিয়েছিল আবেশ খানের। খুশিতে ডগমগ করছিলেন তিনি। রোহিত শর্মা এদিন তাঁর জার্সিতে অটোগ্রাফ দিয়ে উপহার দিলেন আবেশ খানকে। ম্যাচের শেষে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হয়ে থাকল। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই রোহিত শর্মার নামে ধন্যি ধনি রব উঠল। ম্যাচ হারের পরও এমন সৌজন্যবোধ হয়তো খেলার মাঠেই সম্ভব।
