দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নোর্জের করোনা রিপোর্ট ভুল আসে। ফলে দুদিন অকারণেই তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হয়।
শেষ পর্যন্ত তিনবার আরটি-পিসিআর হয় তাঁর। তিনবারই রিপোর্ট নেগেটিভ এসেছে দিল্লির পেসারের।
advertisement
দিল্লি দলের সঙ্গে যোগ দিতে পারেননি নোর্জ। তাঁর সতীর্থ কাগিসো রাবাডা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু ভুল রিপোর্টের জেরে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল নোর্জেকে।
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন দিল্লির হার ঘরে বসে দেখতে হয়েছিল নোর্জেকে। শেষ পর্যন্ত এবার তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে দিল্লির টিম ম্যানেজমেন্ট।