করোনার জন্য এবার ছটি ভেনুতে আইপিএল চলছে। মুম্বই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ ও দিল্লিতে ম্যাচ হবে। এবার কোনও দলই ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে না। দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ। ১১ দিন ডাবল হেডারের সূচি দেখে নেওয়া যাক-
১৮ এপ্রিল- আরসিবি-কেকেআর- চেন্নাই, দুপুর সাড়ে তিনটে।
১৮ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস- মুম্বই, সন্ধ্যে সাড়ে সাতটা।
advertisement
২১ এপ্রিল- পাঞ্জাব কিংস-সানরাইজার্স হায়দরাবাদ- চেন্নাই, দুপুর সাড়ে তিনটে।
২১ এপ্রিল- কেকেআর-চেন্নাই সুপার কিংস- মুম্বই, সন্ধ্যে সাড়ে সাতটা।
২৫ এপ্রিল- চেন্নাই সুপার কিংস-আরসিবি- মুম্বই, দুপুর সাড়ে তিনটে।
২৫ এপ্রিল- সানরাইজার্স-দিল্লি- চেন্নাই, সন্ধ্যে সাড়ে সাতটা।
২৯ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস- দিল্লি, দুপুর সাড় তিনটে।
২৯ এপ্রিল- আহমেদাবাদ, সন্ধ্যে সাড়ে সাতটা।
২ মে- রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ- দিল্লি, দুপুর সাড়ে তিনটে।
২ মে- পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটাস- আহমেদাবাদ, সন্ধ্যে সাড়ে সাতটা।
৮ মে- কেকেআর-দিল্লি-আহমেদাবাদ, দুপুর সাড়ে তিনটে।
৮ মে-রাজস্থান রয়্যালস-মুম্বই ইন্ডিয়ান্স- দিল্লি, সন্ধ্যে সাড়ে সাতটা।
৯ মে- চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব- ব্যাঙ্গালোর, দুপুর সাড়ে তিনটে।
৯ মে- আরসিবি-সানরাইজার্স- কলকাতা, সন্ধ্যে সাড়ে সাতটা
১৩ মে- মুম্বই-পাঞ্জাব, ব্যাঙ্গালোর, দুপুর সাড়ে তিনটে
১৩ মে- সানরাইজার্স-রাজস্থান- কলকাতা, সন্ধ্যে সাড়ে সাতটা।
১৬ মে- রাজস্থান রয়্যালস-আরসিবি-কলকাতা, দুপুর সাড়ে তিনটে
১৬ মে- চেন্নাই-মুম্বই- ব্যাঙ্গালোর, সন্ধ্যে সাড়ে সাতটা।
২১ মে- কেকেআর-সানরাইজার্স- ব্যাঙ্গালোর, দুপুর সাড়ে তিনটে
২১ মে- দিল্লি-সিএসকে- কলকাতা, সন্ধ্যে সাড়ে সাতটা।
২৩ মে- মুম্বই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস-কলকাতা, দুপুর সাড় তিনটে
২৩ মে- আরসিবি-চেন্নাই- কলকাতা, সন্ধ্যে সাড়ে সাতটা।
