বৃহস্পতিবার একটি প্র্যাকটিস ম্যাচে মাত্র ৫০ বলে ৯০ রানের ঝড়ো ইনিংস খেললেন তিনি। ডিকের ইনিংসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের তরফে দীনেশ কার্তিকের সেই ইনিংসের ভিডিও শেয়ার করা হয়েছে। এর আগে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার পর আচমকাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কার্তিক। তার জায়গায় নাইটদের অধিনায়ক হয়েছিলেন ইয়ন মরগ্যান। এবার অবশ্য নাইটদের টিম অনেক বেশি ব্যালান্সড। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান রয়েছেন দলে। বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও দলকে ভরসা জোগাতে পারেন তিনি। এছাড়া ডেথ ওভারে কার্তিক ও মরগ্যান কার্যকরী হতে পারেন।
advertisement
এবারও নাইটদের হয়ে ওপেন করতে পারেন নিতীশ রানা। তাছাড়া শুভমান গিলও এবার ভাল ফর্মে রয়েছেন। দলে প্যাট কামিন্সের মতো পেসার রয়েছেন। মুম্বাই ও বেঙ্গালুরুর প্লেয়িং কন্ডিশন-এ আরেক পেসার লকি ফার্গুসন কার্যকরী হতে পারেন। কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার দাবি করেছেন, এবার তাদের দলে ভারসাম্য রয়েছে। তবে ক্রিকেটারদের ফর্ম নিয়ে তো চিন্তা থাকেই।
