কিন্তু জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার দুর্দান্ত শুরু করলেও তারপর ফিল্ডিং এবং ডেথ বোলিং দিয়ে যেভাবে বাজিমাত করল ট্রেন্ট বোল্ট, বুমরা, হার্দিকরা, তাতে খুশি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। কিন্তু রোহিত মনে করেন আগামীদিনে সাফল্য পেতে গেলে একজন ব্যাটসম্যানকে শেষপর্যন্ত থাকতে হবে। এদিন দুটি সরাসরি ছুঁড়ে উইকেট ভেঙে দেন হার্দিক। ডেভিড ওয়ার্নার এবং সামাদকে ফিরিয়ে দেন। রোহিত জানিয়েছেন দল হিসেবে তিনি চান মুম্বই টুর্নামেন্টের সেরা ফিল্ডিং ইউনিট হয়ে উঠুক।
advertisement
আগামীদিনে অন্য মাঠে নামলে চেন্নাই মাঠের থেকে বড় রান উঠবে আশাবাদী তিনি। তবে আসল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু এখন টুর্নামেন্টের সবে প্রথমদিক। মুম্বই অধিনায়ক মনে করেন তাঁর দলের ক্রিকেটারদের আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। প্রত্যেকেই জানেন কার কী দায়িত্ব। মুম্বই দলের বিশেষত্ব হল, পরিস্থিতি যতই কঠিন থাক, জেতার একটা রাস্তা ঠিক খুঁজে বের করে নেবে তাঁরা। এত ভারসাম্যযুক্ত দল টুর্নামেন্টে আর কেউ নেই।
রোহিত বলছেন তাঁর দলে সব ক্রিকেটার নিজের জন্য নয়, টিমের জন্য খেলেন। তিনি নিজেও দলের রান বাড়ানোর প্রয়োজনে নিজের উইকেটের গুরুত্ব না দিয়ে বড় শট খেলতে যান এবং আগামীদিনেও যাবেন। যে দলের আত্মার ভিতরে এত নিঃস্বার্থ মনোভাব, তাঁদের আটকানো মুশকিল তো বটেই। চ্যাম্পিয়নশিপ কথাটা আপাতত ড্রেসিংরুমে ঢুকতে দিতে চান না। একটা করে ম্যাচ ধরে এগোনোই লক্ষ্য।
