এনরিচ নোর্জে, কাগিসো রাবাডা, অক্ষর প্যাটেলদের নিয়ে সাজানো দিল্লির বোলিং লাইন যথেষ্ট শক্তিশালী। আর তাই ১৫৪ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতে গেল তারা। রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে একের পর এক সমস্যায় জর্জরিত। জোফরা আর্চার, বেন স্টোকসের মতো তারকারা চোটের জন্য ছিটকে গিয়েছেন আগেই। তার উপর দলের একাধিক তারকা ব্যাটসম্যান ফর্মে নেই। তবে অধিনায়ক সঞ্জু স্যামসন কিন্তু এদিন রান পেলেন। ৪৪ বলে করলেন ৫৩। কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল রাজস্থান। তবুও হোঁচট খেতে হল। প্রথম ওভারেই লিয়াম লিভিংস্টোনকে তুলে নিয়ে রাজস্থানকে চাপে ফেলে দেন আবেশ খান। এর পর যশস্বী জয়সওয়াল ৫ রান করে আউট হওয়ায় চাপ বাড়ে।
advertisement
ডেভিড মিলার, মহিপাল লোমরর, রিয়ান পরাগরাও এদিন রান পেলেন না। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রাজস্থান ১২১ রান তুলতে পারে। আগের ম্যাচে পাঞ্জাবকে হারিয়েছিল রাজস্থান। তবে এই ম্যাচে দিল্লিকে হারাতে পারল না তারা। এদিকে দিল্লি আজ জিতে ধোনির চেন্নাইকে সরিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে নিল। রয়্যালসের সামনে আজ প্রথম চারে ঢুকে পড়ার সুযোগ ছিল। কিন্তু তাদের আটকে দিল দিল্লি ক্যাপিটালস।