TRENDING:

SRH vs DC: পৃথ্বী, পন্থের ব্যাটে ১৫৯ তুলল দিল্লি

Last Updated:

৮১ রানের পার্টনারশিপ গড়লেন দুজনে। রশিদ খানের বলে ধাওয়ান বোল্ড হলেন ২৮ করে। কিন্তু অন্যদিকে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন পৃথ্বী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুরন্ত ওপেনিং পার্টনারশিপ পৃথ্বী এবং ধাওয়ানের
দুরন্ত ওপেনিং পার্টনারশিপ পৃথ্বী এবং ধাওয়ানের
advertisement

এরপর পন্থ এবং স্মিথ মিলে দলের রান বাড়ানোর চেষ্টা করলেন। সানরাইজার্স দলের সিদ্ধার্ত কল এবং বিজয় শঙ্কর বুদ্ধি করে বল করলেন। বলের গতি কমিয়ে ব্যাটসম্যানদের কাজ কঠিন করে দিলেন। কিন্তু ঋষভ যতক্ষন উইকেটে থাকবেন, রান তোলার গতি বাড়াবেন সেটাই স্বাভাবিক। সেই চেষ্টা জারি রাখলেন তিনি। তবে সূচিতে র বলে সহজ স্টাম্পিং মিস করেন জনি বেয়ারস্টো। না হলে আরও আগেই ফিরে যেতে হত দিল্লি অধিনায়ককে।

advertisement

সাধারণত চেন্নাই পিচে মন্থর বল করলে ব্যাটিং করা দলের পক্ষে বড় শট খেলা কঠিন হয়ে পড়ে। যেভাবে শুরু করেছিল দিল্লি, মাঝের ওভারে সানরাইজার্স বোলাররা গতি কমে দেওয়ায় কাজটা কঠিন হয়ে গেল পন্থ এবং স্মিথের। সানরাইজার্স এদিন ভুবনেশ্বর কুমার ছাড়াই খেলতে নেমেছে। বাঁহাতি স্পিনার সূচিত চেষ্টা করলেন নিজের প্রথম ম্যাচে সেরাটা দেওয়ার। সেরকমই দিল্লি এদিন অক্ষর প্যাটেলকে দলে নিয়েছে। কলের বলে ৩৭ করে মারতে গিয়ে সূচিতের হাতে ধরা পড়লেন ঋষভ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

হেটমায়ার ফিরে গেলেন ১ রান করে। উইকেট পেলেন সেই সিদ্ধার্ত কল। শেষ ওভারে খলিল আহমেদ বুদ্ধি করে বল করলেন। স্টিভ স্মিথ এবং মার্কাস স্টোইনিসের মত ব্যাটসম্যান উইকেটে থাকলেও বড় শট খেলতে পারলেন না। তবুও দেড়শো পেরিয়ে গেল দিল্লি স্মিথের জন্য। ম্যাচ জিততে হলে শুরুতেই এবং ডেভিড ওয়ার্নারের মধ্যে একজনকে ফিরিয়ে দিতে হবে। না হলে বিপদ আছে।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
SRH vs DC: পৃথ্বী, পন্থের ব্যাটে ১৫৯ তুলল দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল