একদিকে চেন্নাই চাইবে জয়ের হ্যাটট্রিক করতে। আরেকদিকে কেকেআর চাইবে এই ম্যাচ জিতে চাপমুক্ত হতে। ফলে আজ যে লড়াই জমজমাট, তা আর বলার অপেক্ষা রাখে না।
মুখোমুখি সাক্ষাতে কেকেআরের বিরুদ্ধে সিএসকে-র রেকর্ড বেশ ভাল। এই দুই দলের মধ্যে আইপিএলে এখনও পর্যন্ত ২৩ টি ম্যাচ খেলা হয়েছে। চেন্নাই জিতেছে ১৪টি। কেকেআর নটি। গত চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে অনেক সময় পরিসংখ্যান দিয়ে সব কিছু বিচার করা যায় না। আর সেই প্রমাণ আগেও পাওয়া গিয়েছে।
advertisement
কলকাতা ও চেন্নাই, দুটি দলেই তারকার ছড়াছড়ি। সিএসকে দলে সুরেশ রায়না, আম্বাতি রাইডুর মতো সিনিয়র ক্রিকেটার রয়েছেন। তার ওপর ধোনির ক্রিকেটীয় মস্তিষ্ক তো আছেই। রবীন্দ্র জাদেজা দুরন্ত ফর্মে। স্যাম কুরানের মতো তারকা অলরাউন্ডার রয়েছে তাদের। বোলিং বিভাগে দীপক চাহার, শার্দুল ঠাকুর ভাল পারফর্ম করছেন।
এদিকে, শুভমান গিল ও নীতিশ রানা কেকেআরকে ওপেনিং জুটি হিসাবে ভরসা জোগাচ্ছেন। ইয়ন মরগ্যান, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, আন্দ্রে রাসেলকে নিয়ে চিন্তা রয়েছে। ওদিকে বোলিং বিভাগে প্যাট কামিন্স, হরভজন সিংহ আহামরি কিছু পারফর্ম করছেন না। ফলে আজ চেন্নাই-এর বিরুদ্ধে কলকাতা যে আন্ডারগড, তা বলা যেতেই পারে।
