আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। তবে আগেই আইপিএলের প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে সিএসকে। ধোনির দল অবশ্য শেষ তিনটি ম্যাচে হেরেছে। এদিন পঞ্জাবের বিরুদ্ধে জিতলে ধোনির দল অবশ্য এক নম্বরে উঠে আসতে পারত। উল্টোদিকে, পঞ্জাব কিংস এদিন জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এল। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৪২ বলে ৯৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পঞ্জাবের ক্যাপ্টেন কে এল রাহুল।
advertisement
আরও পড়ুন- Finch on Warner : টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন ফিঞ্চ
ম্যাচ হারের পরও দীপক চাহারের জন্য চেন্নাইয়ের ক্রিকেটাররা দারুন এক ছবি দেখার সুযোগ পেলেন। পঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের পর গ্যালারিতে বান্ধবীকে সারপ্রাইজ দিলেন দীপক চাহার। আচমকা বান্ধবীর সামনে এনগেজমেন্ট রিং নিয়ে হাজির হলেন দীপক। এমন একটি মুহুর্ত হতে পারে, আন্দাজই করতে পারেননি দীপকের বান্ধবী। আংটি পরানোর পরই দীপককে জড়িয়ে ধরেন তিনি। এমন একটি রোম্যান্টিক মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীপক প্রেমের প্রস্তাব দেওয়ার পর যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাঁর বান্ধবী। তিনি প্রায় সঙ্গে সঙ্গে সম্মতি জানান।