TRENDING:

MI vs SRH: 'ফিল্ডিং প্র্যাকটিস করি না', রকেট থ্রো-য় ওয়ার্নারকে আউট করে বললেন পান্ডিয়া

Last Updated:

রান করেছিলেন মোটে সাত। বোলিং করার সুযোগ পাননি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে ফিল্ডিং উল্লেখযোগ্য অবদান হার্দিক পান্ডিয়ার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: রান করেছিলেন মোটে সাত। বোলিং করার সুযোগ পাননি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে ফিল্ডিংয়ে উল্লেখযোগ্য অবদান হার্দিক পান্ডিয়ার। ফিল্ডিংয়েই তিনি বড় পার্থক্য গড়লেন! সানরাইজার্স হায়দরাবাদের দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান্ডিয়া তুলে নিলেন ফিল্ডিংয়ে। তার পরও পান্ডিয়া বলছেন, তিনি নাকি খুব বেশি ফিল্ডিং অনুশীলন করেন না! চলতি আইপিএলে পান্ডিয়ার ফর্ম ভাল নেই। বড় রান পাচ্ছেন না। এমনকী বোলিংয়েও তাঁর ভরসাযোগ্য পারফরম্যান্স নেই। তবে দুর্দান্ত ফিল্ডিংয়ে কিছুটা হলেও ঘাটতি পূরণ করে দিচ্ছেন তিনি। এদিন রকেট থ্রো-য় আউট করলেন ডেভিড ওয়ার্নারকে। তার পর আব্দুল সামাদকেও রান আউট করেন পান্ডিয়া।
advertisement

সানরাইজার্সের ইনিংসের ১২ ওভারের মাথায় কায়রন পোলার্ডকে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলেই রান নিতে ছোটেন বিরাট সিং। নন-স্ট্রাইকে থাকা ওয়ার্নার ছুটতে শুরু করেন। পান্ডিয়া নিমেষে বলের কাছে গিয়ে রকেট থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। ওয়ার্নার এমনিতে দ্রুত গতিতে ছুটতে পারেন। তবে এদিন তিনি পান্ডিয়ার কাছে পরাস্ত হন। ওয়ার্নার আউট হন ৩৬ রানে। ইনিংস গড়ানোর সঙ্গে সঙ্গে ওয়ার্নার বিপজ্জনক হয়ে উঠছিলেন। কিন্তু তাঁকে সময়মতো ফেরান পান্ডিয়া। এর পর ট্রেন্ট বোল্টের ফুল লেন্থ ডেলিভারি কাভারে ঠেল রান নিতে ছোটেন সামাদ। পান্ডিয়ার থ্রোয়ে আউট সামাদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

হায়দরাবাদ-মুম্বইয়ের ম্যাচ শেষে পান্ডিয়ার কাছে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস জানতে চাইলেন, “তুমি নিশ্চয়ই ঘণ্টার পর ঘণ্টা ফিল্ডিং অনুশীলনের করো?” উত্তরে সবাইকে চমকে দিলেন পান্ডিয়া। মু্ম্বইয়ের অলরাউন্ডার বললেন, “সত্যি বলতে, আমি ফিল্ডিংয়ে খুব বেশি সময় দিই না। স্রেফ নিশ্চিত করি, প্রয়োজনীয় কাজগুলো করছি কিনা! যতটা দরকার, ততটাই প্র্যাকটিস করি। ওয়ার্নার এতটা দূরে থাকবে ভাবিনি। থ্রো করেছিলাম যাতে বল কিছুটা পুরনো হয়। তাত স্পিনারদের লাভ হয়। বল গিয়ে স্টাম্পে লাগার পর বুঝলাম, ওয়র্নার অনেকটা দূরে ছিল।”

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
MI vs SRH: 'ফিল্ডিং প্র্যাকটিস করি না', রকেট থ্রো-য় ওয়ার্নারকে আউট করে বললেন পান্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল