সানরাইজার্সের ইনিংসের ১২ ওভারের মাথায় কায়রন পোলার্ডকে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলেই রান নিতে ছোটেন বিরাট সিং। নন-স্ট্রাইকে থাকা ওয়ার্নার ছুটতে শুরু করেন। পান্ডিয়া নিমেষে বলের কাছে গিয়ে রকেট থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। ওয়ার্নার এমনিতে দ্রুত গতিতে ছুটতে পারেন। তবে এদিন তিনি পান্ডিয়ার কাছে পরাস্ত হন। ওয়ার্নার আউট হন ৩৬ রানে। ইনিংস গড়ানোর সঙ্গে সঙ্গে ওয়ার্নার বিপজ্জনক হয়ে উঠছিলেন। কিন্তু তাঁকে সময়মতো ফেরান পান্ডিয়া। এর পর ট্রেন্ট বোল্টের ফুল লেন্থ ডেলিভারি কাভারে ঠেল রান নিতে ছোটেন সামাদ। পান্ডিয়ার থ্রোয়ে আউট সামাদ।
advertisement
হায়দরাবাদ-মুম্বইয়ের ম্যাচ শেষে পান্ডিয়ার কাছে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস জানতে চাইলেন, “তুমি নিশ্চয়ই ঘণ্টার পর ঘণ্টা ফিল্ডিং অনুশীলনের করো?” উত্তরে সবাইকে চমকে দিলেন পান্ডিয়া। মু্ম্বইয়ের অলরাউন্ডার বললেন, “সত্যি বলতে, আমি ফিল্ডিংয়ে খুব বেশি সময় দিই না। স্রেফ নিশ্চিত করি, প্রয়োজনীয় কাজগুলো করছি কিনা! যতটা দরকার, ততটাই প্র্যাকটিস করি। ওয়ার্নার এতটা দূরে থাকবে ভাবিনি। থ্রো করেছিলাম যাতে বল কিছুটা পুরনো হয়। তাত স্পিনারদের লাভ হয়। বল গিয়ে স্টাম্পে লাগার পর বুঝলাম, ওয়র্নার অনেকটা দূরে ছিল।”
