গত মরশুমে প্লে-অফের টিকিট অর্জন করতে পারেনি সিএসকে। সেই ব্যর্থতা নিয়ে এখনও কথা হচ্ছে। গৌতম গম্ভীর, সঞ্জয় মঞ্জরেকরের মতো অনেকেই ভবিষ্যদবাণী করেছেন, এবারও বেশি দূর যেতে পারবে না সিএসকে। অনেকেই পরোক্ষভাবে বুঝিয়ে দিতে চাইছেন, ধোনি আর আগের মতো নেই। এমনকী ধোনির সাত নম্বরে ব্যাটিং করতে নামা নিয়েও প্রশ্ন উঠছে। অর্থাত্, চারপাশের চাপ সামলে নিজেদের প্রমাণ করতে হবে ধোনি ও তাঁর দলের ক্রিকেটারদের। চাপের মুখে পারফর্ম করা ধোনির কাছে নতুন কিছু নয়। এবারও চেন্নাই নিজেদের নামের সঙ্গে সুবিচার করতে পারবে কি না এখন সেটাই দেখার।
advertisement
সিএসকের বোলিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠেছিল। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর সেই সব প্রশ্ন আপাতত ধামাচাপা পড়ে যাবে বলা যায়। দীপক চাহার এদিন একাই নিলেন চার উইকেট। তবে আলাদা করে বলতে হয় রবীন্দ্র জাদেজার কথা। কে এল রাহুলকে দারুণ বিচক্ষণতায় রান আউট করলেন তিনি। তার পর ক্রিস গেইলের অসাধারণ ক্যাচ ধরলেন। এমনকী পাঞ্জাবের ইনিংসের হাল ধরা শাহরুখ খানের ক্যাচও গিয়ে পড়ল জাদেজার হাতে। মাত্র দুই উইকেট হারিয়ে এদিন জয়ের রান তুলে নেয় চেন্নাই। মঈন আলি করলেন ৪৬। ফাফ ডুপ্লেসি ৩৬ রানে নট আউট। ছয় উইকেটে ম্যাচ জিতল চেন্নাই।
