চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও পঞ্জাবের চলতি আইপিএলে প্লে অফে ওঠার রাস্তা বেশ কঠিন। তাদের এখন তাকিয়ে থাকতে হবে কেকআর ও মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। এই দুই দল এবার বড় ব্যবধানে না হারলে পঞ্জাবের ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। তবে একেবারে শেষের দিকে এসে পঞ্জাব দুরন্ত পারফর্ম করল। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে পঞ্জাব। আপাতত তারা মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে আইপিএলের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে। তবে কেকেআর ও মুম্বই হারলেও পঞ্জাবের প্লে অফের রাস্তা পরিষ্কার নয়। কারণ তখন আবার তাদের থেকে রাজস্থানকে নেট রান রেটে পিছিয়ে থাকতে হবে।
advertisement
এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৭ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় পঞ্জাব। চেন্নাই প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৪ রান তুলেছিল। আইপিএলের দ্বিতীয় পর্বে বড় রানের দেখা খুব একটা পাওয়া যাচ্ছে না। বোলারদের দাপট চোখে পড়ার মতো থাকছে। বিশেষ করে স্পিনারদের। এদিন ১৩ ওভারের মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব। সেই সময় অবশ্য সেঞ্চুরির সামনে ছিলেন রাহুল। তবে ৯৮-তেই থামতে হল তাঁকে।
আরও পড়ুন- এই সাতটি দামি জিনিসের মালিক বিরাট কোহলি, দাম শুনলে চোখ কপালে উঠবে
এদিন শার্দুল ঠাকুরের ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান পঞ্জাব অধিনায়ক। শুরু থেকেই দারুন আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছিলেন তিনি। এদিন চেন্নাইয়ের বোলারদের ৭টি চার ও ৮টি ছক্কা মেরেছেন রাহুল। তবে এদিন চেন্নাইয়ের ফাফ ডু প্লেসিও দুরন্ত ইনিংস খেলেছেন। ৫৫ বলে ৭৬ রান করেন তিনি। তবে তাঁর এমন ইনিংস মাঠে মারা গেল। এমএস ধোনি এদিনও রান পেলেন না। মাত্র ১২ রান করে ফিরলেন তিনি। চেন্নাইয়ের শার্দুল ঠাকুর এদিন তিন উইকেট পেয়েছেন।