আরও পড়ুন- CSK vs KKR Live Updates: ১০০ পার সিএসকে-র, সহজেই এগোচ্ছে লক্ষ্যে
সেই ভক্তের ছবি চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেই দর্শক কিন্তু সেদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের জার্সি পরেছিলেন। এই ছবিতে ১৭ হাজারেরও বেশি লাইক হয়েছে। এই ছবি দেখার পর, অনেকেরই মনে হচ্ছে, যে ব্যক্তি হাতে প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন তিনি মনে মনে চেন্নাই সুপার কিংসকে পছন্দ করেন। কিন্তু তাঁর স্ত্রী বিরাট কোহলির দল RCB-র ভক্ত। শারজাতে সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সিএসকে আরসিবিকে ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে পরাজিত করেছিল।
advertisement
চেন্নাই সুপার কিংস এই ছবির ক্যাপশন লিখেছে, 'ভালবাসা বর্ণান্ধ।' এই ছবিটি ১৯০০ বারেরও বেশি রিটুইট করা হয়েছে। অনেকে এই ছবির কমেন্টে লাভ ইমোজি দিয়েছেন। আবার কেউ কেউ লিখেছেন, তাঁরা অবশ্যই ধোনির কারণে সিএসকে-কে পছন্দ করেন। উল্লেখ্য, আইপিএলের পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস এখন দুইয়ে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি ৯ ম্যাচে ৫ টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চেন্নাই তিনবার আইপিএল ট্রফি জিতেছে। এদিকে আরসিবি এখনও একবারও শিরোপা জেতার সুযোগ পায়নি। তবে তাতে আরসিবির সমর্থকদের দলের প্রতি ভালবাসা একটুও কমে না। চলতি আইপিএলের পর বিরাট কোহলিও আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দেবেন। তাই এবার ট্রফি জয়ের জন্য মরিয়া আরসিবি।