ওকস বলেছেন, ''ভারতে এমন পরিস্থিতির মাঝেও আইপিএল খেলা হচ্ছে বলে আমাদের নিজেকে সৌভাগ্যবান বলে মনে করা উচিত। গোটা ভারত এই সময়ে মহামারীর বিরুদ্ধে লড়ছে। দীর্ঘ সময়ের জন্য বায়ো সিকিউর বাবলে থাকা বেশ কঠিন। তবে আমার সঙ্গে দিল্লি ক্যাপিটালসে ইংল্যান্ড দলের আরও দুই খেলোয়াড় স্যাম বিলিংস টম করন রয়েছে। ফলে আমরা তিনজন অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারি। আমি জানি ভারত সহ গোটা বিশ্বের মানুষের কাছে এই সময়টা চ্যালেঞ্জের। মহামারীর বিরুদ্ধে লড়াই করাটা কঠিন। তবুও সবাই একসঙ্গে মিলে চেষ্টা করছি আমরা। এই কঠিন সময়ে খেলার মাধ্যমে কিছু মানুষকে মনোরঞ্জন দিচ্ছি। এর থেকে সৌভাগ্যের আর কী হতে পারে! এমন কষ্টদায়ক পরিস্থিতিতে মনোবল হারালে চলবে না। বরং লড়াই করার মানসিকতা তৈরি করতে হবে।''
advertisement
প্রসঙ্গত, আইপিএলে এখনও পর্যন্ত পাঁচজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। অক্ষর প্যাটেল, ড্যানিয়েল সেমস, নীতিশ রানা, দেবদত্ত পাডিক্কালের মতো তারকারা করোনা আক্রান্ত হয়েছিলেন। বায়ো বাবলে থাকার ক্লান্তি কাটাতে রাজস্থান রয়্যালসের পেসার লিভিংস্টোন ইতিমধ্যে ইংল্যান্ড ফেরত চলে গিয়েছেন।
