বোল্ট পজিটিভ জানার পর ২ বার ধরে গেইল নিজের করোনা পরীক্ষা করান৷ আর সুখবর, তাতে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে৷ জামাইকাতে বোল্টের জন্মদিনের পার্টির থিম ছিল ‘বিগব্যাশ মাস্ক ফ্রি জামাইকা’৷
বোল্ট জানিয়েছেন, তিনি শনিবার টেস্ট করিয়েছিলেন৷ নিজের বার্থডে ব্যাশে একদল পার্টিপ্রেমীরা জামাইকার গায়ক কফি সুপারহিট গান লকডাউন গান৷ গেইল সোশ্যাল মিডিয়ায় গেইল পার্টি করার পর সুখবর জানিয়েছেন তাঁর রিপোর্ট দু’বার নেগেটিভ এসেছে৷
advertisement
গেইল নিজে লিখেছেন, ‘দিন দুয়েক আগে আমার প্রথম কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছিল৷ কারণ আমি আইপিএল খেলতে যাব৷ যাওয়ার আগে আমার দু’বার করোনা পরীক্ষা দরকার ছিল৷ ’ এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন ,‘শেষেরটা আমার নাকের খুব ভিতরে চলে গিয়েছিল, যাক রেজাল্ট নেগেটিভ৷ ’
ক্রিস গেইল কেএল রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন৷ ২০১৯ -র মরশুমে তিনি ৩৬৮ রান করেছিলেন৷