TRENDING:

বোল্টের জন্মদিনের পার্টিতে দেদার ফূর্তি, তারপর দু’বার করোনা পরীক্ষার যা রিপোর্ট পেলেন গেইল!

Last Updated:

IPL 2020 -র আগে কী খবর পেলেন গেইল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জামাইকা: আইপিএল-র ওয়েস্টইন্ডিজের যে ক্রিকেটাররা আসছেন তার মধ্যে ক্রিস গেইল অন্যতম ৷ এই তারকার ধামাকা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী দর্শক৷ তবে হঠাৎই তাঁকে নিয়ে প্রশ্ন উঠে গেল৷  কারণ সম্প্রতি জন্মদিনের পরেই করোনা পজিটিভ হয়েছেন উসেইন বোল্ট৷ আর বোল্টের পার্টিতে গিয়েছিলেন ক্রিস গেইলও৷ জামাইকায় বোল্টের বার্থডে ব্যাশে অংশ নিয়েছিলেন পার্টিপ্রেমী গেইল৷
advertisement

বোল্ট পজিটিভ জানার পর ২ বার ধরে গেইল নিজের করোনা পরীক্ষা করান৷ আর সুখবর, তাতে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে৷ জামাইকাতে বোল্টের জন্মদিনের পার্টির থিম ছিল ‘বিগব্যাশ মাস্ক ফ্রি জামাইকা’৷

বোল্ট জানিয়েছেন, তিনি শনিবার টেস্ট করিয়েছিলেন৷ নিজের বার্থডে ব্যাশে একদল পার্টিপ্রেমীরা জামাইকার গায়ক কফি সুপারহিট গান লকডাউন গান৷ গেইল সোশ্যাল মিডিয়ায় গেইল পার্টি করার পর সুখবর জানিয়েছেন তাঁর রিপোর্ট দু’বার নেগেটিভ এসেছে৷

advertisement

গেইল নিজে লিখেছেন, ‘দিন দুয়েক আগে আমার প্রথম কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছিল৷ কারণ আমি আইপিএল খেলতে যাব৷ যাওয়ার আগে আমার দু’বার করোনা পরীক্ষা দরকার ছিল৷ ’ এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন ,‘শেষেরটা আমার নাকের খুব ভিতরে চলে গিয়েছিল, যাক রেজাল্ট নেগেটিভ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ক্রিস গেইল কেএল রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন৷ ২০১৯ -র মরশুমে তিনি ৩৬৮ রান করেছিলেন৷

বাংলা খবর/ খবর/IPL/
বোল্টের জন্মদিনের পার্টিতে দেদার ফূর্তি, তারপর দু’বার করোনা পরীক্ষার যা রিপোর্ট পেলেন গেইল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল