বিশ্বকাপজয়ী অধিনায়ককে আউট করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন চেতনও।ক্রিকেট খেলার শুরু থেকে ধোনিকে আউট করা পর্যন্ত সফর সহজ ছিল না তাঁর কাছে। চেতনের বাবা ছিলেন একজন অটোচালক। ক্রিকেট খেলায় যে পরিমাণ খরচ তা সামলানোর সামর্থ ছিল না চেতনের বাবার। তার মধ্যে পাঁচ বছর আগে একটি দুর্ঘটনার শিকার হন চেতনের বাবা। তার পর থেকে পরিবারকে দেখাশোনার দায়িত্বে এসে পড়েছে চেতনের উপর। এর পরও চেতন কিন্তু ক্রিকেট খেলা ছাড়েননি। একটা সময় তাঁর কাছে ট্রেনিং করার জন্য জুতো পর্যন্ত ছিল না। কিন্তু তিনি থেমে থাকেননি।
advertisement
কয়েকদিন আগে আইপিএল নিলামের সময় চেতনের ছোট ভাই রাহুল আত্মহত্যা করেন। তবুও তাঁর পরিবার সেই খবর চেতনকে দেয়নি। পাছে তাঁর ফোকাস সরে যায়!
চেতন একটা সময় সংসার চালানোর জন্য ছোটখাটো চাকরিও করেছেন। তবে ক্রিকেট খেলবেন বলে বড়সড চাকরি করতে পারেনি। এবার আইপিএলের নিলামে কুড়ি লাখ টাকা বেশি প্রাইজ ছিল তাঁর। কিন্তু আইপিএল নিলামে তিনি হয়ে গেলেন কোটিপতি। আসলে তাঁকে দলে নেওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থানের মধ্যে দরাদরি হয়েছিল। শেষ পর্যন্ত রাজস্থান রয়য়্যালস এক কোটি কুড়ি লক্ষ টাকায় চেতনকে দলে নেয়।
