TRENDING:

IPL 2021: ১৬ কোটির মরিসকে সিঙ্গলস দেননি! সঞ্জুর সিদ্ধান্ত ঠিক? কী বলছেন ব্রায়ান লারা!

Last Updated:

২২১ রানের বিশাল টার্গেট। তবে সঞ্জু স্যামসন প্রায় একার হাতের জোরেই সেই টার্গেট ছুঁয়ে ফেলেছিলেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: ২২১ রানের বিশাল টার্গেট। তবে সঞ্জু স্যামসন প্রায় একার হাতের জোরেই সেই টার্গেট ছুঁয়ে ফেলেছিলেন! ভেবেছিলেন, ম্যাচ শেষ করেই ফিরবেন। কিন্তু শেষমেশ পারলেন না। তিরে এসে তরী ডুবল রাজস্থান রয়্যালসের। তবে সঞ্জুর এই ইনিংস হয়তো আইপিএল ভক্তদের অনেকদিন মনে থাকবে। সঞ্জু স্যামসন এখন রাজস্থানের অন্যতম ভরসা। তিনি থাকা মানে বাড়তি শক্তি। গত মরশুমেও এই সঞ্জু রাজস্থানের সর্বোচ্চ স্কোরার ছিলেন। এবারও প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, ফর্মে থাকলে তিনি ঠিক কী করতে পারেন। পাঞ্জাবের বিরুদ্ধে সঞ্জুর ৬৩ বলে ১১৯ রানের ইনিংস আইপিএল ইতিহাসে অন্যতম সেরা হয়ে থাকবে। তবে এদিন রাজস্থান জিতলে হয়তো সঞ্জুর এই ইনিংস আরও বেশি দাম পেত। দল জেতেনি বলেই সঞ্জুকে প্রশ্নের মুখে পড়তে হল।
advertisement

শেষ দুবলে দরকার ছিল পাঁচ রান। সঞ্জু চাইলে সিঙ্গলস নিয়ে ক্রিস মরিসকে শেষ বল খেলার জন্য দিতে পারতেন। কিন্তু ১৬ কোটির ক্রিস মরিসকে তিনি সিঙ্গলস নিতে দেননি। সঞ্জু শেষ বলে ছক্ক হাঁকিয়ে ম্যাচ জেতাতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ সেটা হয়নি। সঞ্জু শেষ বলে ডিপে ক্যাচ দিয়ে ফেরেন। চার রানে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। মরিসকে সিঙ্গল নিয়ে শেষ বল খেলতে দেননি। তাই সঞ্জুকে নিয়ে এখন প্রশ্ন উঠছে। তবে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সঞ্জুকেই ঠিক বলছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা বলেছেন, ''সঞ্জু একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় কেউ যদি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতে পারত, তা হলে সেটা সঞ্জুই হত। সেই সময় ও দ্বিতীয় রানের জন্য ছুটলে আউট হতে পারত। সিঙ্গলস না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সুনীল গাওয়াস্করও একই কথা বললেন। তাঁর বক্তব্য, ''সঞ্জুর ইনিংস নিয়ে কথা হওয়া উচিত। অসাধারণ খেলল ছেলেটা। রাজস্থান এদিন জয়ের দাবিদার। মাঠের প্রতিটা প্রান্ত দিয়ে সঞ্জু শট খেলেছে। একস্ট্রা কভার দিয়ে শট খেলা সহজ নয়। তবে সঞ্জু শেষ বল পর্যন্ত শট খেলেছে। জেতাতে না পারলেও ওর ইনিংস অনেকদিন মনে থাকবে সবার।'' রাজস্থান রয়্যালসের ক্রিকেট অপারেশন-এর ডিরেক্টর কুমার সঙ্গাকরা বলছিলেন, ''আমি ওর সিদ্ধান্তে কোনও ভুল দেখিনি। ও ম্যাচটা জিতিয়ে ফিরতে চেয়েছিল। এতে কোনও ভুল নেই। পাঁচ, ছয় গজ দূরে বলটা গিয়ে পড়লেই তো কাজ হাসিল করে ফেলত ও। সেটা হয়নি। কিন্তু ও চেষ্টার কোনও ত্রুটি রাখেনি। পরেরবার এমন পরিস্থিতিতে ও ম্যাচ বের করে দেবে।''

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ১৬ কোটির মরিসকে সিঙ্গলস দেননি! সঞ্জুর সিদ্ধান্ত ঠিক? কী বলছেন ব্রায়ান লারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল