শেষ দুবলে দরকার ছিল পাঁচ রান। সঞ্জু চাইলে সিঙ্গলস নিয়ে ক্রিস মরিসকে শেষ বল খেলার জন্য দিতে পারতেন। কিন্তু ১৬ কোটির ক্রিস মরিসকে তিনি সিঙ্গলস নিতে দেননি। সঞ্জু শেষ বলে ছক্ক হাঁকিয়ে ম্যাচ জেতাতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ সেটা হয়নি। সঞ্জু শেষ বলে ডিপে ক্যাচ দিয়ে ফেরেন। চার রানে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। মরিসকে সিঙ্গল নিয়ে শেষ বল খেলতে দেননি। তাই সঞ্জুকে নিয়ে এখন প্রশ্ন উঠছে। তবে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই সঞ্জুকেই ঠিক বলছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা বলেছেন, ''সঞ্জু একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় কেউ যদি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতে পারত, তা হলে সেটা সঞ্জুই হত। সেই সময় ও দ্বিতীয় রানের জন্য ছুটলে আউট হতে পারত। সিঙ্গলস না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়।''
advertisement
সুনীল গাওয়াস্করও একই কথা বললেন। তাঁর বক্তব্য, ''সঞ্জুর ইনিংস নিয়ে কথা হওয়া উচিত। অসাধারণ খেলল ছেলেটা। রাজস্থান এদিন জয়ের দাবিদার। মাঠের প্রতিটা প্রান্ত দিয়ে সঞ্জু শট খেলেছে। একস্ট্রা কভার দিয়ে শট খেলা সহজ নয়। তবে সঞ্জু শেষ বল পর্যন্ত শট খেলেছে। জেতাতে না পারলেও ওর ইনিংস অনেকদিন মনে থাকবে সবার।'' রাজস্থান রয়্যালসের ক্রিকেট অপারেশন-এর ডিরেক্টর কুমার সঙ্গাকরা বলছিলেন, ''আমি ওর সিদ্ধান্তে কোনও ভুল দেখিনি। ও ম্যাচটা জিতিয়ে ফিরতে চেয়েছিল। এতে কোনও ভুল নেই। পাঁচ, ছয় গজ দূরে বলটা গিয়ে পড়লেই তো কাজ হাসিল করে ফেলত ও। সেটা হয়নি। কিন্তু ও চেষ্টার কোনও ত্রুটি রাখেনি। পরেরবার এমন পরিস্থিতিতে ও ম্যাচ বের করে দেবে।''
