এখন সারা বছরই মোবাইলে বিভিন্ন প্রতিযোগিতা চলে। বিভিন্ন সিরিজের সময় ক্রিকেট সমর্থকরা নিজেদের মতো যে কোনও দলের প্রথম একাদশ সাজাতে পারেন। সেই সাজানো প্রথম একাদশের ক্রিকেটাররা ক্রিকেট সমর্থককে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে। অশোক কুমার-এর ক্ষেত্রেও তাই হল। আসলে আইপিএল এলেই এই ধরনের ফ্যান্টাসি লিগগুলির রমরমা। অনেকেই নিজেদের মতো করে প্রথম একাদশ সাজান। কিন্তু সবার ভাগ্যে কি আর কোটি টাকার চমক থাকে! শুধু দল সাজালেই তো হল না। সেই দলের ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। তার উপর ভাগ্য। বিহারের মধুবনীর অশোক কুমার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স-এর ম্যাচে বাজি ধরেছিলেন। আর সেই ম্যাচ তাঁকে দিয়ে গেল এক কোটি টাকা।
advertisement
মাত্র ৫০ টাকা খরচ করে সেদিন বাজি লাগিয়েছিলেন অশোক কুমার। জিতলেন এক কোটি টাকা। অশোক কুমার বলেছেন, ম্যাচের পর দেখি আমি এক নম্বরে রয়েছি। দেখাচ্ছিল যে আমি এক কোটি টাকা জিতেছি। প্রথমে তো বিশ্বাসই করিনি। আমাকে এর পর জানানো হলো কিছু টাকা কর বাবদ কাটা হবে। আগামী দু'দিনের মধ্যে ৭০ লক্ষ টাকা আমার ব্যাংক একাউন্টে ঢুকবে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এত টাকা এভাবে জিততে পারব। আনন্দে আমার তো রাতের ঘুম উড়ে গিয়েছে।