TRENDING:

IPL 2021; RR vs PBKS: আইপিএলে অভিষেক বাংলার ঈশান পোড়েলের, দুবাইতে ছুটল 'চন্দননগর এক্সপ্রেস'

Last Updated:

IPL 2021; RR vs PBKS: মহম্মদ শামির পর ফের একজন বাংলার পেসার ঈশান পোড়েল বিদেশের মাটিতে স্পটলাইট নিজের উপর টানলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: আইপিএলে ৩২তম ম্যাচ। রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস (PBKS vs RR)। তবে এই ম্যাচে যে বং কানেকশন হয়ে যাবে তা কে জানত! দুটি দলের তরফে এদিন চারজন ক্রিকেটারের আইপিএলে অভিষেক হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলার পেসার ঈশান পোড়েল। মহম্মদ শামির পর ফের একজন বাংলার পেসার বিদেশের মাটিতে স্পটলাইট নিজের উপর টানলেন। প্রথম ম্য়াচেই ঈশান দুরন্ত পারফর্ম করলেন। চার ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে এক উইকেট পেলেন। বাংলার আরেক পেসার মহম্মদ শামি অবশ্য এদিন অসাধারণ ফর্মে ছিলেন। চার ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন তিনি।
advertisement

প্রথম ম্যাচেই ঈশান পোড়েল তুলে নিলেন সঞ্জু স্যামসনের উইকেট। তবে উইকেটের পিছনে দাঁড়ানো কে এল রাহুলের প্রশংসা করতে হয়। সঞ্জু স্যামসনের অসাধারণ ক্যাচ ধরলেন তিনি। বহুদিন ধরেই পাঞ্জাবের প্রথম এগারোয় সুযোগের অপেক্ষায় ছিলেন 'চন্দননগর এক্সপ্রেস' ঈশান পোড়েল। তবে সুযোগ আসছিল না। অবশেষে এল। আর প্রথম ম্যাচেই সঞ্জু স্যামসনের উইকেট! বেশ কিছুদিন ধরেই অনুশীলনে ভাল বোলিং করছিলেন ঈশান। কোচ অনিল কুম্বলেও তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন। শেষ পর্যন্ত পরিশ্রমের দাম পেলেন চন্দননগরের পেসার।

advertisement

আরও পড়ুন- PBKS vs RR Match : আর্শদীপের ৫ উইকেট সত্ত্বেও লড়াকু টোটাল রাজস্থানের

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

এদিন প্রথম স্পেলে একটু বেশিই রান দিয়ে ফেলেছিলেন ঈশান। ২৫ রান দেওয়ার পরও ক্যাপ্টেন তাঁর উপর আস্থা হারাননি। ফলে দ্বিতীয় স্পেলে ২ ওভারে মাত্র ১৪ রান দিয়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে আউট করেন। ২০১৯-২০ মরশুমে বাংলার রঞ্জি ট্রফির ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঈশানের। ২০১৭ সালে ১৯ বছর বয়সে বাংলার হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে জায়গা করে নেন। একটা সময় ফিটনেস বজায় রাখার জন্য ঈশান বাড়ি থেকে ৩০ মিনিট দৌড়ে প্র্য়াকটিসে যেতেন। চন্দননগর থেকে আইপিএলের যাত্রাপথ তাঁর জন্য সহজ ছিল না। এবার আইপিএলে নিজেকে মেলে ধরতে মরিয়া ঈশান। ভবিষ্যতে পাঞ্জাবের ম্য়ানেজমেন্ট তাঁকে আরও সুযোগ দিলে হয়তো ঈশান আইপিএলেও তারকা হয়ে উঠবেন।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021; RR vs PBKS: আইপিএলে অভিষেক বাংলার ঈশান পোড়েলের, দুবাইতে ছুটল 'চন্দননগর এক্সপ্রেস'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল