রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছিল বেন স্টোকস দলের সঙ্গেই থাকবেন আপাতত। চোট লাগা সত্ত্বেও তিনি দেশে ফিরবেন না। তবে ইসিবি জানিয়ে দিয়েছে, সোমবার লিডসে অস্ত্রোপচার হবে বেন স্টোকসের। তাঁর বাঁ-হাতের আঙুলে ফ্র্যাকচার রয়েছে বলে জানিয়েছে ইসিবি। শনিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বেন স্টোকস। অস্ত্রোপচারের পর অন্তত ১২ সপ্তাহ বিশ্রাম নিতে হবে স্টোকসকে। উল্লেখ্য, আইপিএলে প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সময় ক্রিস গেইলের ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পান রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার।
advertisement
আইপিএলের পরে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে স্টোকসকে। জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের দুটি টেস্ট ম্যাচ রয়েছে। সেই সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের এই অলরাউন্ডার। এর পর জুলাই মাসে শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজেও তাঁকে দেখা যাবে না। তার পর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে ইংল্যান্ডের। সব কিছু ঠিকঠাক থাকলে সেই সিরিজে বেন স্টোকস খেলতে পারেন।
