স্বাভাবিকভাবেই ভারতে থাকা বিভিন্ন বিদেশি ক্রিকেটার আশঙ্কায় ভুগছেন কীভাবে দেশে ফিরবেন। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী সরাসরি বার্তা দিয়েছেন। অস্ট্রেলিয়ান সরকার ক্রিকেটারদের ফেরানোর দায়িত্ব নেবে না। এরই মধ্যে বিদেশি ক্রিকেটারদের স্বস্তি দিল বিসিসিআই সিওও হেমাঙ্গ আমিনের একটি চিঠি। সেখানে তিনি জানিয়েছেন বিদেশি ক্রিকেটারদের চিন্তা করার প্রয়োজন নেই। তাঁদের দেশে ফেরানোর দায়িত্ব নেবে ভারতীয় বোর্ড। যে কটি দেশের ক্রিকেটার এই মুহূর্তে আইপিএল খেলছেন, তাঁদের প্রত্যেকে নিজেদের দেশে ফিরিয়ে দেবে বিসিসিআই।
advertisement
পরিষ্কার জানানো হয়েছে বিসিসিআই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। ততক্ষণ পর্যন্ত টুর্নামেন্ট শেষ নয়, যতক্ষণ না সব বিদেশি ক্রিকেটার নিজেদের বাড়ি ফিরে যাচ্ছেন। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড। প্রয়োজনে একাধিক চার্টার্ড বিমান আয়োজন করা হতে পারে। এই সিদ্ধান্তের পর বলা যায় বিদেশি ক্রিকেটাররা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।
এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট বন্ধ করা হোক আবেদন করেছিলেন প্রাক্তন পাকিস্তান তারকা শোয়েব আখতার। আরও অনেকেই একই মত পোষণ করছেন করেন। কিন্তু ভারতীয় বোর্ড ওসব পাত্তা দিতে নারাজ। সমালোচনা কানে তোলার মত সময় কোথায় বড় কর্তাদের?