TRENDING:

IPL Auction 2021: চূড়ান্ত ট্রোলড সচিন পুত্র অর্জুন, মিম বন্যায় ভাসছে ট্যুইটার

Last Updated:

প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পরেও অবিক্রিত রয়ে গিয়েছেন এই বাঁ-হাতি পেসার৷ যা দেখে নেটাগরিকরা একের পর এক মিমে অর্জুনকে করলেন চূড়ান্ত ট্রোলড৷ ট্যুইটারে ট্রেন্ডিং এখন অর্জুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএল নিলামে যে সব তারকার দিকে নজর রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)৷ এই মিনি নিলামে তাঁর দিকে নজর ছিল সব ফ্রাঞ্চাইজিরই৷ কিন্তু নিলাম শুরু হওয়ার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পরেও অবিক্রিত রয়ে গিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার৷ যা দেখে নেটাগরিকরা একের পর এক মিমে অর্জুনকে করলেন চূড়ান্ত ট্রোলড৷ ট্যুইটারে ট্রেন্ডিং এখন অর্জুন৷
advertisement

advertisement

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সিনিয়র পর্যায় মাত্র দুটি ম্যাচ খেলা অর্জুন নেট বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটারদের বল করেছেন। যেমন চার বছর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মিতালি রাজ, স্মৃতি মন্ধনা ও বেদা কৃষ্ণমূর্তিদের বিরুদ্ধে নেটে বল করেছিলেন। পাশাপাশি ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর বিরুদ্ধেও বল করেছেন তিনি। নেটে অর্জুনের ইয়র্কার আছড়ে পড়েছিল জনির পায়ে। আঘাত পেয়েছিলেন তিনি। এছাড়াও ভারতীয় দলের ইংল্যান্ড সফরে নেট বোলার হিসেবে বল করেছেন তিনি। নিজেকে বোলিং অলরাউন্ডার বলতেই পছন্দ করেন অর্জুন।উচ্চতা ভাল। ঘন্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: চূড়ান্ত ট্রোলড সচিন পুত্র অর্জুন, মিম বন্যায় ভাসছে ট্যুইটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল