১০ এপ্রিল দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ধোনির চেন্নাই। তার আগে ২০ বছর বয়সী এক পেসার সিএসকের প্র্যাকটিসে সবার নজর কেড়ে নিলেন। ফজলহক ফারুকি নেট বোলার। আফগান পেসার এবার আইপিএল শুরুর আগেই প্রচারে। চেন্নাইয়ের প্র্যাকটিসে তাঁকে খেলতে গিয়ে হিমশিম খেলেন দলের আরেক তারকা ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ফারুকির একটি ডেলিভারি ঠিক মতো সামলাতে পারলেন না তিনি। অম্বাতি রায়াড়ু, ঋতুরাজ গায়কোয়ারের মতো তারকারাও তাঁকে সামলাতে গিয়ে মুশকিলে পড়লেন বারবার। নেট বোলার হয়েও নজর কাড়লেন এই আফগান পেসার। সিএসকের সমর্থকরা তো এবার ফারুকিকে অজি পেসার জোশ হ্যাজলউডের বদলে দলে নেওয়ার দাবিও তুলে দিলেন।
advertisement
ফারুকি এখনও পর্যন্ত ১২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ২২টি। ছটি লিস্ট এ ম্যচে ছটি উইকেট পেয়েছেন। স্পেশালিস্ট নেট বোলার হিসাবে তাঁকে সোজা আফগানিস্তান থেকে উড়িয়ে এনেছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। করোনায় জেরবার ২০২০-র আইপিএল সিএসকে-র জন্য একেবারেই ভাল যায়নি। এবার তাই সেই আফসোস পুষিয়ে নিতে চাইবেন ধোনিরা। আর তাই এবার প্র্যাকটিসে কোনও খামতি রাখতে চাইছেন না ধোনিরা।
