যে প্রশ্ন এতদিন কেউ করতে পারছিলেন না সেটাই করে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট। ভারতে এমন করোনা পরিস্থিতির মাঝে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এদিন তিনি টুইটারে লিখলেন, ভারতে এখন কোভিড আক্রান্তের সংখ্যা ভয় ধরানোর মতো। তবুও আইপিএল। তাই জন্য প্রতিটি ভারতবাসীকে আমার তরফ থেকে শুভেচ্ছা। এই দুর্যোগের সময় আইপিএল হওয়া কি অনুপযুপক্ত! নাকি প্রতি রাতে বিভ্রান্ত করাটা গুরুত্বপূর্ণ! আপনাদের ভাবনা যাই হোক, আমার প্রার্থনা আপনাদের সঙ্গে রইল। গিলির এই টুইটের পর থেকেই হইচই পড়ে গিয়েছে।
advertisement
ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকে অবশ্য গিলিকে সমর্থন করলেন না। তাঁদের বক্তব্য, এই মহামারীর সময় ক্রিকেট তাঁদের মুখে হাসি ফোটাচ্ছে। কেউ আবার লিখলেন, আইপিএল আছে বলেই অনেকে ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে বসে রয়েছেন। এই করোনা পরিস্থিতিতে যা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ভোটই পড়ল আইপিএলের পক্ষে। অনেকেই লিখলেন, মহামারীর সময় একমাত্র আইপিএল বিনোদনের রাস্তা কিছুটা খোলা রাখছে। এটাই বা কম কী!