এসবের মধ্যেই সবার মনেই একটা প্রশ্ন জাগছে ৷ সেটা হল এই টুর্নামেন্ট থেকে এবছর বিসিসিআইয়ের আয় কত ? উত্তরটা হল ৪০০০ কোটি টাকা ৷ হ্যাঁ, শুনেই যে কারোর চোখ কপালে উঠবে ৷ সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেছেন, ‘‘ গতবছর থেকে এ বছর আইপিএলে ৩৫ শতাংশ খরচ কমাতে সফল বিসিসিআই ৷ অতিমারীর সময়েও ৪০০০ কোটি টাকা আইপিএল থেকে আয় করতে সফল বোর্ড ৷ টিভির দর্শকের সংখ্যাও এবছর ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ (মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস) রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে দেখেছেন ৷ যারা ভেবেছিল আমরা আইপিএল আয়োজন করতে পারব না ৷ তারাও এসে আমাদের ধন্যবাদ জানিয়ে গিয়েছেন ৷ এবারের আইপিএল না হলে ক্রিকেটারদের একটা বছর নষ্ট হত ৷’’
advertisement
আইপিএল এ বছর আয়োজিত না হলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন আইপিএল এ বছর না হলে প্রচুর ক্ষতি হবে বিসিসিআইয়ের ৷ এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে চমকে দিয়েছে বোর্ড। আমিরশাহীর তিনটি মাঠে দারুণ সফল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্টের খরচ বাবদ ১০০ কোটি টাকা দিয়েছে বিসিসিআই ৷
টাকার অঙ্কটা শুনেই বোঝা সম্ভব, কেন আইপিএল আয়োজন করতে মুখিয়ে থাকে যে কোনও দেশই ৷ এ বছর ১৯ সেপ্টেম্বর শুরু হয় টুর্নামেন্ট। চলে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। তিনটে ভেন্যুতে আয়োজিত হয় ম্যাচ-আবু ধাবি, শারজা এবং দুবাই। ফাইনালে দিল্লিকে একপেশে লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দু’বার ট্রফি জেতে তারা। সবমিলিয়ে পাঁচবার।