কেকেআরের ১৫ কোটির পেসার প্যাট কামিন্সকে এক ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে দেন ১৯ বছরের সামাদ। যা নিয়ে এখন ক্রিকেট সার্কিটে আলোচনা তুঙ্গে। তবে আইপিএলে সামাদ বরাবর পেসারদের বিরুদ্ধে দুরন্ত। এই নিয়ে মাত্র দুটি আইপিএল খেলছেন সামাদ। এরই মধ্যে বুমরা, কামিন্স, রাবাডা, নর্জের মতো পেসারদের ছক্কা হাঁকিয়ে দিয়েছেন তিনি। তবুও তাঁর মতো গেমচেঞ্জারকে ব্যাটিং অর্ডারে এত নিচে কেন নামাল হায়দরাবাদ! এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। কামিন্স এখন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর পেসার। তাঁকে এক ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে লেন সামাদ।
advertisement
এখনও পর্যন্ত আইপিএলে কামিন্সের আটটি বল খেলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন সামাদ। বুমরার ছটি বল খেলে দুটি ছক্কা। রাবডার বিরুদ্ধে একটি বল খেলেই ছয় মেরেছেন। নর্জের আট বল খেলে একটি ছক্কা। ২০২০ সালে আইপিএলের আগে ট্রায়ালের জন্য তাঁকে শর্টলিস্ট করেছিল হায়দরাবাদ। এর পর তাঁকে নিলামে ২০ লাখ টাকায় দলে নেয় তারা। সেই সামাদ এখন দলকে ভরসা জোগাচ্ছেন। আইপিএল ২০২১-এর প্রথম ম্যাচে নেমেই দুরন্ত পারফর্ম করেছেন। এবার কি তা হলে তাঁকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামাবে হায়দরাবাদ!