রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে কিংস ইলেভেন পঞ্জাব ৫ উইকেটে ম্যাচ হারার আগে পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছিল না প্লে অফের চার দল কারা হতে চলেছে ৷ কোয়ালিফায়ারে কারা মুখোমুখি হবে ৷ আর এলিমিনেটরের প্রতিপক্ষরাই বা কারা ৷ অবশেষে দিল্লির কাছে মুম্বই হেরে যাওয়ায় এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় নীতা আম্বানির দলের ৷ অন্যদিকে ধোনির সিএসকে-র বিরুদ্ধে এদিন শুধু জিতলেই হত না ৷ কিংস ইলেভেনকে প্লে অফে যেতে হলে নেট রান রেটও দারুণ ভাল রাখতে হত ৷ কিন্তু শেষপর্যন্ত পুণেতে হেরেই বসে প্রীতির দল ৷ ফলে রাজস্থান রয়্যালসের প্লে অফ খেলাও নিশ্চিত হয়ে যায় ৷
advertisement
রবিবার রাত সাড়ে এগারোটার পরে ঠিক হয়ে যায় প্লে অফের লাইন আপ। কিংস ইলেভেন পঞ্জাব যদি পুণের মাঠে এদিন ৭৫ রানে হারাতে পারত চেন্নাই সুপার কিংসকে। তা হলে দু’নম্বরে উঠে আসত কলকাতা। কিন্তু সেটা না হওয়ায় কেকেআর তিন নম্বরেই থেকে যায়। এলিমিনেটর নিজেদের ঘরের মাঠেই খেলবে নাইটরা ৷ কিন্তু আইপিএলে তৃতীয় বা চতুর্থ দলের সমস্যা একটাই ৷ ফাইনালে উঠতে একটা নয়, দু’-দুটো আরও ম্যাচ জিততে হবে কেকেআর বা রাজস্থানকে ৷ তবে বরাবরের শক্ত গাঁট মুম্বইকে খেলতে হবে না জেনে নিশ্চয় স্বস্তি পেয়েছে কেকেআর শিবির ৷