ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মাধ্যমে। ইনস্টাগ্রামেই শেয়ার করা হয় ভিডিওটি প্রথম। রোজকার মতো ট্রেনে চেপে বরফ ঘেরা রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন সকলে। ট্রেন ফাকাই। কয়েকজন লোক রয়েছেন সেই কামরায়। বিদেশের ট্রেন আর ভারতের ট্রেনের মধ্যে বিস্তর তফাৎ। এ ঘটনা ভারতে ঘটলে আর দেখতে হত না। লোক সংখ্যা এতটাই বেশি যে পা রাখার জায়গা হয় না লোকাল ট্রেনে! কিন্তু বিদেশের ক্ষেত্রে ব্যপারটা অন্য রকম। তবে সব জায়গায় নয়। ব্যতিক্রম তো থাকবেই। তা ট্রেন তো চলছে রোজের নিয়ম মেনে। হঠাৎ ঘটে যায় ভয়াবহ ঘটনা!
advertisement
ট্রেনে যাত্রীরা কেউ ঘুমোচ্ছেন। কেউ মনোরম দৃশ্য দেখছেন। কেউ ব্যস্ত মোবাইলে। হঠাৎ করেই একটি গাড়ি ধেয়ে আসে ট্রেনের দিকে। ব্রেক ফেল করে গাড়িটি সোজা ট্রেন ভেঙে ভিতরে ঢুকে পড়ে। যে জায়গা দিয়ে গাড়িটি ট্রেনের ভিতর ঢুকে যায়, ঠিক সেখানেই বসে ছিলেন এক বৃদ্ধ। তিনি হঠাৎ করেই বুঝতে পেরে এক লাফে সরে যান। মুহূর্তের মধ্যে গাড়ি ট্রেন ভেঙে ঢুকে পড়ে। তবে ভাগ্যের জোড়ে বেঁচে যান ওই বৃদ্ধ। ভয়াবহ দুর্ঘটনা হলেও, কারও কিচ্ছু হয়নি। একেই বলে ভাগ্যের জোড়। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।