TRENDING:

Viral Video: চলন্ত ট্রেনে ব্রেক ফেল করে ঢুকে পড়ল গাড়ি! কপালের জোড়ে বাঁচলেন বৃদ্ধ! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: এই ভিডিও দেখার পর আপনি নিজের ভাগ্য এবং ভগবান দুইয়েই বিশ্বাস করতে শুরু করবেন! মৃত্যুর মুখ থেকে ফিরলেন বৃদ্ধ! ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: বিপদ কখনও বলে আসে না! বাইরে বেরোলে অঘটন ঘটবে এমন নয়! ঘরে বসেও বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে মাথায়! বিপদ বা মৃত্যু বলে আসে না! কিন্তু ভাগ্য সঙ্গ দিলে, সব কিছুই পেরিয়ে যাওয়া যায়! ফিরে আসা যায় মৃত্যুর মুখ থেকে সবটাই ভাগ্যের জোড়ে। এখানে কোনও যুক্তি বা সাইন্স কাজ করে না! তবে হ্যাঁ উপস্থিত বুদ্ধি দরকার। বিপদ আসছে দেখে ভিমড়ি খেলে সব শেষ। কাজে লাগাতে হবে বুদ্ধি। সম্প্রতি একটি দুর্ঘটনার ভিডিও চমকে দিয়েছে।
advertisement

ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মাধ্যমে। ইনস্টাগ্রামেই শেয়ার করা হয় ভিডিওটি প্রথম। রোজকার মতো ট্রেনে চেপে বরফ ঘেরা রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন সকলে। ট্রেন ফাকাই। কয়েকজন লোক রয়েছেন সেই কামরায়। বিদেশের ট্রেন আর ভারতের ট্রেনের মধ্যে বিস্তর তফাৎ। এ ঘটনা ভারতে ঘটলে আর দেখতে হত না। লোক সংখ্যা এতটাই বেশি যে পা রাখার জায়গা হয় না লোকাল ট্রেনে! কিন্তু বিদেশের ক্ষেত্রে ব্যপারটা অন্য রকম। তবে সব জায়গায় নয়। ব্যতিক্রম তো থাকবেই। তা ট্রেন তো চলছে রোজের নিয়ম মেনে। হঠাৎ ঘটে যায় ভয়াবহ ঘটনা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ট্রেনে যাত্রীরা কেউ ঘুমোচ্ছেন। কেউ মনোরম দৃশ্য দেখছেন। কেউ ব্যস্ত মোবাইলে। হঠাৎ করেই একটি গাড়ি ধেয়ে আসে ট্রেনের দিকে। ব্রেক ফেল করে গাড়িটি সোজা ট্রেন ভেঙে ভিতরে ঢুকে পড়ে। যে জায়গা দিয়ে গাড়িটি ট্রেনের ভিতর ঢুকে যায়, ঠিক সেখানেই বসে ছিলেন এক বৃদ্ধ। তিনি হঠাৎ করেই বুঝতে পেরে এক লাফে সরে যান। মুহূর্তের মধ্যে গাড়ি ট্রেন ভেঙে ঢুকে পড়ে। তবে ভাগ্যের জোড়ে বেঁচে যান ওই বৃদ্ধ। ভয়াবহ দুর্ঘটনা হলেও, কারও কিচ্ছু হয়নি। একেই বলে ভাগ্যের জোড়। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: চলন্ত ট্রেনে ব্রেক ফেল করে ঢুকে পড়ল গাড়ি! কপালের জোড়ে বাঁচলেন বৃদ্ধ! তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল