টাইটানিকের মতোই সলিলসমাধি হল টাইটান-এর। অতলান্তিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবাশেষ দেখতে গিয়ে এই ডুবোজাহাজের ভিতরে চিরঘুমে ঘুমিয়ে পড়লেন অভিযাত্রীরা। বৃহস্পতিবার দূর নিয়ন্ত্রিত বা রিমোট কন্ট্রোল্ড একটি যান টাইটানিকের সূচালো অগ্রভাগ বা বো-এর থেকে ১৬০০ ফুট (৫০০ মিটার) দূরে একটি ডুবোজাহাজের ধ্বংসাবশেষ চিহ্নিত করে। মার্কিন উপকূলরক্ষী বাহিনী নিশ্চিত করে এটাই টাইটান ডুবোজাহাজের ভগ্নাবশেষ। কেন শেষ হয়ে গেল টাইটান? ধ্বংসাবশেষ পরীক্ষা করে মার্কিন উপকূলরক্ষীর তরফে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ ‘catastrophic implosion’৷ অর্থাৎ, বিপর্যয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ডুবোজাহাজ টাইটান৷ বিশেষজ্ঞদের ধারণা, মহাসাগরের গভীরে জলস্তম্ভের চাপেই এই পরিণতি টাইটানের৷
advertisement
টাইটান দুর্ঘটনার পর শাহজাদার স্ত্রী ক্রিস্টিন দাউদের মনে পড়ে গিয়েছে ২০১৯ সালের ভয়াবহ বিমানকাণ্ডের কথা৷ সে বার তাঁর বিমান প্রবল ঝড়ের মুখে পড়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত অক্ষত ছিলেন শাহজাদা৷ ক্রিস্টাইন জানিয়েছেন, আকাশে ঝড়ের মধ্যে পড়ে প্রায় ৩ থেকে ৫ মিটার নীচে নেমে এসেছিল বিমানটি, যা খুবই ভয়াবহ এবং অস্বাভাবিক৷ ক্রিস্টিন লিখেছেন,‘‘যাত্রার সূত্রপাত ছিল স্বাভাবিক৷ উড়ানের বেশিরভাগ অংশই ছিল মসৃণ৷ কিন্তু হঠাৎই সিটবেল্ট পরার সতর্কবাণী দেওয়া হয়৷ আচমকাই বিমান নেমে আসে অনেকটাই৷ পরে জেনেছি যতই ঝড়ে পড়ুক না কেন, বিমান কখনওই ৩ থেকে ৫ মিটার নীচে নামে না৷ কিন্তু সে সময় সাঙ্ঘাতিক ভয় পেয়ে গিয়েছিলাম৷ বিমানের কেবিন জুড়ে তখন শুধুই বাঁচার আর্তি৷ ’’
আরও পড়ুন : অতল অতলান্তিকে টাইটানিকের ৫০০ মিটার দূরে ৫ যাত্রীকে নিয়ে নিথর ‘টাইটান’! কেন ধ্বংস হল এই ডুবোজাহাজ, জানুন
এর পর বিমান আরও কিছুটা নীচে নেমে যায়৷ তার পর ডান এবং বাঁ দিকে কাত হয়ে যায়৷ ক্রিস্টিনের কথায়, তাঁর মনে হতে থাকে যেন বালির বড় বস্তায় একটা দানাশস্যের মতো ওলটপালট খাচ্ছেন৷ অথবা একজন বক্সার যেন চারদিক থেকে ক্রমাগত মুষ্টির আঘাতে কোণঠাসা হয়ে পরাজিত হচ্ছেন৷ তিনি বাঁচার জন্য আসনের হাতল খামচে ধরে ছিলেন৷ মনে হয়েছিল ওই অবলম্বনটুকুই বাঁচাতে পারবে তাঁকে৷ শেষ পর্যন্ত নিরাপদে বিমানটি অবতরণ করে৷ তার পরও ক্রিস্টিনের মনে হচ্ছিল যেন দমবন্ধ পরিস্থিতি তাঁকে ঘিরে আছে৷
এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিরাপদে ফিরতে পেরেছিলেন ধনকুবের দাউদ দম্পতি৷ কিন্তু অতলান্তিকের গভীরে টাইটান ডুবোজাহাজ কেড়ে নিল ধনকুবের শাহজাদা ও তাঁর ছেলে সুলেমানের প্রাণ৷