ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ৷ শিশুটির পরিবারকে সমবেদনা জানানো হয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, এরকম কোনও বিষয়ের ফেসবুকে স্থান নেই ৷ তাই ভিডিওটি তুলে নেওয়া হয়েছে ৷
সম্প্রতি খুন, আত্মঘাতী ও যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে আপলোড করা বা লাইভ ভিডিও করার ঘটনা বেশ বেড়েছে ৷ মঙ্গলবার সুইডেনের এক আদালত তিন ব্যক্তিকে হাজতবাসের নির্দেশ দেয় ৷ তারা এক মহিলার ধর্ষণের ভিডিও ফেসবুকে লাইভ করেছিল ৷
advertisement
ফেসবুকের তরফে জানানো হয়েছে তারা এই বিষয়টি খতিয়ে দেখছে ৷ নতুন একটি সফটওয়্যার যার মাধ্যমে এই ধরনের আপত্তিজনক বা হিংস্র ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তাদের নজরে পড়বে ৷ ফলে সঙ্গে সঙ্গে তারা সেই ভিডিওটি সরিয়ে দিয়ে সফল হবেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2017 11:38 AM IST