The Lindt & Spruengli Company–এর পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে। তাঁরা জানিয়েছেন, কোকো নিবস বা ক্রাশড কোকো এদিন ভেন্টিলেটরের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। তারপর সেটি শীতল বাতাসে ভেসে ছড়িয়ে পড়ে শহর জুড়ে। প্রথমে বুঝতে না পারলেও পরে স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন, বরফের সঙ্গে নেমে আসছে চকলেটের কুচি।
advertisement
advertisement
তারপরেই অবশ্য ভেন্টিলেশনের গোলমাল ঠিক করে ফেলে কোম্পানি। কিন্তু ততক্ষণে চকলেট বরফের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, কারোর জানলায় জমেছে কোকোর স্তর। কারোর আবার গাড়ির কাচ ঢেকে গিয়েছে কোকোর গুঁড়োয়। বাচ্চারা এই ঘটনার আনন্দ নিতে ভোলেনি। তাঁরা সেই বরফের কুঁচির মধ্যে থেকেই কোকো জড়ো করে মহানন্দে চকলেট খেয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হাত কামড়াচ্ছেন, ইশ, যদি এমনটা সব শহরে হত!
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2020 3:35 PM IST