আড়াই বছর আগে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময় বিশ্বের বহু দেশ রাশিয়ার উপর নানা বিধিনিষেধ আরোপ করলেও, রাশিয়ার পাশে থেকেছিল ভারত। শুধু তাই নয়, রাশিয়া থেকে তেলও কেনাও বন্ধ করেনি তারা। শুধু তাই নয়, সম্প্রতি ইউক্রেন নিয়ে আয়োজিত হওয়া শান্তি বৈঠকে ভারত প্রতিনিধিত্ব করলেও ইউক্রেন সমস্যা সংক্রান্ত সব পক্ষের অনুপস্থিতির যুক্তি দেখিয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি ভারত। শুধু তাই নয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যও অন্য মাত্রা পেয়েছিল।
advertisement
আরও পড়ুন: ভারতেই আফগানদের ঘরের মাঠ, বিশ্বকাপের শেষ চারে ওঠার নেপথ্যে BCCI-এর অবদানও প্রচুর
প্রসঙ্গত, জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা, রাশিয়াও এই এসসিওর সদস্য। যদিও সংসদে অধিবেশন চলবে বলে সেই সম্মেলনে না-ও অংশ নিতে পারেন মোদি। তবে তার পরে রাশিয়া সফরে গেলে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে।