TRENDING:

রাষ্ট্রসঙ্ঘেও চলে দেদার যৌনহেনস্তা ! সমীক্ষা রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক : কর্মক্ষেত্রে যৌন হেনস্তার চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এল ৷ সারা পৃথিবীতে ছড়িয়ে তাঁদের কর্মী ও কনট্রাকটর ৷ তাঁরা  United Nations  বা UN ৷ সম্প্রতি রয়টার্স একটি রিপোর্টে জানিয়েছে গত দু‘বছরে UN-র এক তৃতীয়াংশ কর্মী যৌনহেনস্তার শিকার হয়েছেন ৷
advertisement

৩০,৩৬৪ সংখ্যার কর্মীদের সমীক্ষা করা হয়েছে যার অর্ধেকের বেশি জানিয়েছেন তাঁরা যৌনহেনস্তার শিকার হয়েছেন ৷ এঁরা বলেছেন তাঁরা কর্মস্থলেই হেনস্তার শিকার হয়েছেন ৷ অন্যদিকে ১৭.১ শতাংশ কর্মী জানিয়েছেন অফিসের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের যৌন হেনস্তা করা হয়েছে ৷

২১.৭ শতাংশ কর্মী জানিয়েছেন তাঁরা চারপাশে যে ধরণের কথাবার্তা হয় তাতে যৌন সুড়সুড়ি থাকে ৷ এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যৌনতামূলক জোকস পাঠানো হয় ৷ ১৪.২ শতাংশ কর্মী জানিয়েছেন তাঁদের পোশাক, শরীরের গঠন নিয়ে কু-ইঙ্গিত  শোনেন ৷ ১৩ শতাংশ জানিয়েছেন বিভিন্ন ভাবে তাঁদের যৌনতামূলক আলোচনায় তাঁদের জোর করে টেনে নিয়ে আসার চেষ্টা করা হয় ৷

advertisement

আরও পড়ুন - এবার আসরে নামল NRS-র নার্সরা, হাসপাতাল কুকুরমুক্ত করার দাবিতে অবস্থান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১০.৯ শতাংশ জানিয়েছেন তাঁদের সামনে বিভিন্ন শারীরিক আচার আচরণ করেন যাতে যৌনতার ইঙ্গিত থাকে ৷ ১০.১ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদেরকে খারাপ ভাবে ছোঁয়া হয় ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাষ্ট্রসঙ্ঘেও চলে দেদার যৌনহেনস্তা ! সমীক্ষা রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য