৩০,৩৬৪ সংখ্যার কর্মীদের সমীক্ষা করা হয়েছে যার অর্ধেকের বেশি জানিয়েছেন তাঁরা যৌনহেনস্তার শিকার হয়েছেন ৷ এঁরা বলেছেন তাঁরা কর্মস্থলেই হেনস্তার শিকার হয়েছেন ৷ অন্যদিকে ১৭.১ শতাংশ কর্মী জানিয়েছেন অফিসের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের যৌন হেনস্তা করা হয়েছে ৷
২১.৭ শতাংশ কর্মী জানিয়েছেন তাঁরা চারপাশে যে ধরণের কথাবার্তা হয় তাতে যৌন সুড়সুড়ি থাকে ৷ এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যৌনতামূলক জোকস পাঠানো হয় ৷ ১৪.২ শতাংশ কর্মী জানিয়েছেন তাঁদের পোশাক, শরীরের গঠন নিয়ে কু-ইঙ্গিত শোনেন ৷ ১৩ শতাংশ জানিয়েছেন বিভিন্ন ভাবে তাঁদের যৌনতামূলক আলোচনায় তাঁদের জোর করে টেনে নিয়ে আসার চেষ্টা করা হয় ৷
advertisement
আরও পড়ুন - এবার আসরে নামল NRS-র নার্সরা, হাসপাতাল কুকুরমুক্ত করার দাবিতে অবস্থান
১০.৯ শতাংশ জানিয়েছেন তাঁদের সামনে বিভিন্ন শারীরিক আচার আচরণ করেন যাতে যৌনতার ইঙ্গিত থাকে ৷ ১০.১ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদেরকে খারাপ ভাবে ছোঁয়া হয় ৷