TRENDING:

বাদ গেল না প্রধানমন্ত্রীর বাসভবনও! নেপালে পরিস্থিতির আরও অবনতি, ইস্তফা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

Last Updated:

সংসদের ভবনের পর এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে হামলা চালাল বিক্ষোভকারীরা। নেপালের দামাকে অবস্থিত ওলির বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও হামলায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঠমান্ডু: সংসদের ভবনের পর এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে হামলা চালাল বিক্ষোভকারীরা। নেপালের দামাকে অবস্থিত ওলির বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও হামলায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। অন্যদিকে, রাজধানী কাঠমান্ডু পুলিশের গুলিতে ২০ জন বিক্ষোভকারীদের মৃত্যুর দায় কাঁধে নিয়ে ইস্তফা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। মন্ত্রিসভার বৈঠকে নিজের ইস্তফাপত্র পেশ করেছেন তিনি।
বিক্ষোভ আছড়ে পড়ল প্রধানমন্ত্রীর বাড়িতেও
বিক্ষোভ আছড়ে পড়ল প্রধানমন্ত্রীর বাড়িতেও
advertisement

ফেসবুক-সহ একাধিক সমাজমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্র-যুবদের বিক্ষোভে টালমাটাল হয়ে পড়ে নেপালের রাজধানী কাঠমান্ডু। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর গুলিতে ক্রমশই বাড়তে থাকে মৃতের সংখ্যা। বিক্ষোভকারীরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর বাড়ি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদর দফতর।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, প্রথমে কাঠমান্ডুর বানেশ্বর এলাকার কিছু অংশে কারফিউ জারি করা হয়েছিল। এরপরে প্রেসিডেন্টের সরকারি বাসভবন, ভাইস প্রেসিডেন্টের বাসভবন-সহ একাধিক জায়গায় কারফিউ জারি কড়া হয়। এই প্রসঙ্গে, কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা ছবিলাল রিজাল জানিয়েছেন, ওই এলাকা গুলিতে সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বাদ গেল না প্রধানমন্ত্রীর বাসভবনও! নেপালে পরিস্থিতির আরও অবনতি, ইস্তফা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল