নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষে ৫৭ জন সদস্যই নয়া বিলের পক্ষে ভোট দিয়েছেন৷ ভারত-নেপালের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয় গত ৮মে৷ ওই দিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডে ৮০ কিলোমিটার দীর্ঘ তাওয়াঘাট-লিপুলেখ সড়কের উদ্বোধন করেছিলেন। নেপাল দাবি করে, ওই রাস্তা তাদের ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে৷ এর পরেই নেপালের তরফে তৎপরতা শুরু হয়। দেশের নতুন ম্যাপ তৈরি করে ফেলে নেপাল৷ তাতে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দেয়৷ এই তিন এলাকাই উত্তরাখণ্ডে পড়ে৷
advertisement
যদিও নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি এর আগে সংবাদমাধ্যমে বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে গত ২ নভেম্বর নিজেদের মানচিত্র বদল ঘটায় ভারত। তারপরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিই। এটা স্থায়ী সিদ্ধান্ত কারণ ওই এলাকাগুলো নেপালের মধ্যেই পড়ে। এ নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।