রোজ যেমন সন্তান স্কুলে যায় তেমনি মা-ও স্কুলে ক্লাস করা ছাড়া আগের পুরো হুজ্জতিটাই নিজের চওড়া কাঁধে সামলান ৷ এরকমই এক ‘মা ’ নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন ৷ ভিডিওটি মাত্র ৪ দিনে ৪০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ৷
দেখে নিন সেই ভিডিও
এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে মা লেট হয়ে যাওয়ায় জোরে গাড়ি চালিয়ে স্কুলে পৌঁছে পিছনে ফিরে লক্ষ্য করেন যে তিনি সন্তানদের আদৌ গাড়িতেই তোলেননি! ভদ্রমহিলা অত্যন্ত হাসতে হাসতে নিজের এই অবস্থার ভিডিও পোস্ট করেছেন ৷ সেখানে তিনি বলেছেন কী করে তিনি এরকম করতে পারলেন ৷ ভিডিও করার সময় হেসে কুটিপাটি হয়ে গেছেন ওই মা ৷ তবে মায়ের এই অবস্থায় অনেকেই সমব্যথার হাত বাড়িয়ে দিয়েছে ৷ তাঁরা ওই কর্মক্লান্ত মাকে বিশ্রামে যাওয়ার পরাম্রশও দিয়েছেন ৷
তাছাড়াও আরও মানুষ নানারকম রিঅ্যাকশন দিয়েছেন এই ভিডিও দেখার পর ৷