বাংলাদেশে মুজিব জ্যাকেট খুবই জনপ্রিয়৷ বয়স্করা এই জ্যাকেটকে এক আদর্শের প্রতীক হিসেবে মনে করেন৷ অন্যদিকে যুব সম্প্রদায়ের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে৷ একইভাবে ভারতের প্রধানমন্ত্রীর পছন্দ খাদির কাপড় এবং তিনিও জ্যাকেট পরতে পছন্দ করে৷ এই দেশি পোশাকের মাধ্যমে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার বার্তা দেন মোদি৷ ২০১৬ গোয়ায় অনুষ্ঠিত BRICS-র আলোচনা সভায় তাঁকে খাদির জ্যাকেটে দেখা গিয়েছিল৷
advertisement
বিশেষ করে বিদেশ সফরে মোদির ওয়ার্ড্রোবো স্থান পায় খাদির পোশাক৷ এই ধরণের পোশাকে সম্মান জানিয়ে মহাত্মা গান্ধির রাস্তায় হাঁটতে চেয়েছেন তিনি৷
মুজিব জ্যাকেটের জন্য ব্যবহার করা হয়েছে খুবই উন্নতমানের হাতে বোনা কাপড়৷ কালো রঙের এই জ্যাকেটে থাকছে ছটি বোতাম৷ নিচের দিকে থাকছে দুটি পকেট৷ এতে খাদি ইন্ডিয়ার লোগো থাকবে৷ শুধুমাত্র মুজিবর রহমানের জন্ম শতবর্ষকে শ্রদ্ধা নয়, খাদির এই বিশেষ উদ্যোগ ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও গভীর প্রভাব বজায় রাখবে বলে মানছেন বিশেষজ্ঞরা৷