ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘পশ্চিম ইরান থেকে শুরু করে তেহরান পর্যন্ত আকাশপথে স্বাধীন ভাবে হামলা চালিয়েছি আমরা৷ তেহরানের আর কোনও নিরাপত্তা নেই, ইরানের রাজধানী এখন ইজরায়েলি হামলার সামনে উন্মুক্ত৷’
advertisement
ইজরায়েলের সেনার ওই মুখপাত্রের দাবি, ইরানের কমবেশি চল্লিশটি জায়গায় হামলা চালানো হয়েছে৷ এর মধ্যে সামরিক ঘাঁটি যেমন রয়েছে, তেমনই পরমাণু কেন্দ্রও রয়েছে৷ তাঁর দাবি, হামলার শুরুতেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেয় ইজরায়েল৷
ইরানের বিরুদ্ধে ইজরায়েলের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন৷ ইজরায়েলি হামলায় ইতিমধ্যেই ইরানের সেনাবাহিনীর নেতৃত্ব স্থানীয় অধিকাংশ আধিকারিক এবং কর্তার মৃত্যু হয়েছে৷ ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন৷ ফলে প্রবল আক্রমণে ইরানের কোমর কার্যত ভেঙে দিয়েছে ইজরায়েল৷
ইরানের কোন কোন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পরমাণু কেন্দ্র ধংস করা হয়েছে, তা বোঝাতে একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলের সেনাবাহিনী৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু হুমকি দিয়েছেন, আয়াতোল্লাহ খামেইনির জমানায় গড়ে ওঠা ইরানের প্রতিটি সম্পদকে ধংস করবে ইজরায়েল৷ নেতানেয়াহুর দাবি, ইজরায়েলের হামলার ধাক্কায় ইরানের পরমাণু প্রকল্প অন্তত কয়েক বছর পিছিয়ে গেল৷