খুলতে গেলেই ওয়েবসাইটের পাতাটি যেমন দেখাচ্ছে
503 সার্ভিস অ্যাভেলেবেল মেসেজটির অর্থ সংশ্লিষ্ট ওয়েবসাইটের সার্ভারটি গ্রাহকের পছন্দ অনুযায়ী পাতাটা খুলতে অক্ষম। সাধারণত যান্ত্রিক কারণেই সার্ভারের এই ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক সময় ওভারলোডিং জনিত সমস্যাতেও এই সমস্যা হয়। যদিও এক্ষেত্রে ঠিক কী কারণে একাধিক ওয়েবসাইটেরই পাতাই খুলছে না তা এখনও স্পষ্ট নয়। হ্যাকাররা ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
দুঃসংবাদ জানান দিচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট-
টেকক্রাঞ্চ নামক মার্কিন নিউজ পোর্টালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী. কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) প্রোভাইডারের সমস্যার কারণেই সারা বিশ্বে এই সংবাদ সংস্থাগুলির পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। এখন দ্রুত সংস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য সংখ্যাগরিষ্ঠ ওয়েবসাইটই ক্লাউডফ্লেয়ার বা অ্যামাজন ডেলিভারি নেটওয়ার্কের উপর নির্ভর করে সিডিএন সার্ভিসের জন্য। ইন্টারনেট পরিষেবার এত বড় একটি অংশ একদিকে যেমন বিকল, তখন কিন্তু রয়টার্স, অ্যাসোসিয়েট প্রেস, ব্লুমবার্গের মতো আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলির ঠিক মতোই কাজ করছে।
সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী ক্রমে কয়েকটি ওয়েবসাইট কাজ করতে শুরু করেছে। তবে সমস্যা হচ্ছে ছবি আপলোড করতে।
এই খবরটি আপডেট করা চলছে।