TRENDING:

Death News: ৪ বছর পর বাড়ি ফিরছিলেন! ২৪-এই শেষ হয়ে গেল তরতাজা প্রাণ, মা-বাবাকে দেখা হল না আর

Last Updated:

Death News: মেলবোর্ন থেকে দিল্লি ফেরার জন্য ফ্লাইটে উঠে বসেছিলেন মনপ্রীত। কিন্তু সেই ফ্লাইট টেক অফ করার আগেই মৃত্যু হল তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেলবোর্ন: স্বপ্নপূরণ করতে বাড়ি ছেড়েছিলেন। পড়াশোনা করছিলেন বিদেশে। কিন্তু মাত্র ২৪-এই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী মনপ্রীত কউর। বাড়ি ফেরার পথেই থেমে গেল তাঁর পথ চলা।
advertisement

২০ জুন মেলবোর্ন থেকে দিল্লি ফেরার জন্য ফ্লাইটে উঠে বসেছিলেন মনপ্রীত। কিন্তু সেই ফ্লাইট টেক অফ করার আগেই মৃত্যু হল তাঁর। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্লাইটে বসার আগে অসুস্থ বোধ করছিলেন মনপ্রীত। কিন্তু কোনও রকম অসুবিধার ছাড়াই প্লেনে ওঠেন তিনি। কিন্তু সিটবেল্ট পরার সময়ই আচমকা মৃত্যু হয় তাঁর। মনপ্রীতের বন্ধু গুরদীপ গ্রেওয়াল জানান, সিটবেল্ট পরতে অসুবিধা হচ্ছিল মনপ্রীতের। ফ্লাইট টেক অফ করার আগেই সিট থেকে পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

advertisement

মনে করা হচ্ছে, টিউবারকিলোসিসের কারণে মনপ্রীতের মৃত্যু হয়। ফুসফুস আক্রান্ত হয় এই রোগে।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

রন্ধনশিল্প নিয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় চাকরি করছিলেন মনপ্রীত। শেফ হওয়ার স্বপ্ন ছিল তাঁর। ২০২০ সালে বাড়ি ছেড়ে বিদেশে এসেছিলেন তিনি। চার বছর পর মা-বাবাকে দেখতে বাড়ি ফিরছিলেন। কিন্তু তার আগেই সব শেষ। মাত্র ২৪ বছরেই তাঁর পথ চলা থেমে গেল।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Death News: ৪ বছর পর বাড়ি ফিরছিলেন! ২৪-এই শেষ হয়ে গেল তরতাজা প্রাণ, মা-বাবাকে দেখা হল না আর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল