২০ জুন মেলবোর্ন থেকে দিল্লি ফেরার জন্য ফ্লাইটে উঠে বসেছিলেন মনপ্রীত। কিন্তু সেই ফ্লাইট টেক অফ করার আগেই মৃত্যু হল তাঁর। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্লাইটে বসার আগে অসুস্থ বোধ করছিলেন মনপ্রীত। কিন্তু কোনও রকম অসুবিধার ছাড়াই প্লেনে ওঠেন তিনি। কিন্তু সিটবেল্ট পরার সময়ই আচমকা মৃত্যু হয় তাঁর। মনপ্রীতের বন্ধু গুরদীপ গ্রেওয়াল জানান, সিটবেল্ট পরতে অসুবিধা হচ্ছিল মনপ্রীতের। ফ্লাইট টেক অফ করার আগেই সিট থেকে পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
মনে করা হচ্ছে, টিউবারকিলোসিসের কারণে মনপ্রীতের মৃত্যু হয়। ফুসফুস আক্রান্ত হয় এই রোগে।
রন্ধনশিল্প নিয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় চাকরি করছিলেন মনপ্রীত। শেফ হওয়ার স্বপ্ন ছিল তাঁর। ২০২০ সালে বাড়ি ছেড়ে বিদেশে এসেছিলেন তিনি। চার বছর পর মা-বাবাকে দেখতে বাড়ি ফিরছিলেন। কিন্তু তার আগেই সব শেষ। মাত্র ২৪ বছরেই তাঁর পথ চলা থেমে গেল।