মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একচি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘‘সমস্ত ভারতীয় নাগরিক যাদের পক্ষে তেহরান ছাড়া সম্ভব, তারা যতদ্রুত সম্ভব তেহরান ছেড়ে কোনও সুরক্ষিত জায়গায় চলে যান।’’
advertisement
এছাড়াও সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে দূতাবাস অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়েছে। “যারা তেহরানে রয়েছেন এবং দূতাবাসের সঙ্গে কোনও যোগাযোগ নেই, তারা যতদ্রুত সম্ভব দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।’’ যোগাযোগের জন্য বেশ কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। নম্বরগুলি হল: +৯৮৯০১০১৪৪৫৫৭; +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১০৯।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সে দেশের নাগরিকদের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তাঁর এই সতর্কবাণীর পাশাপাশি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
হোয়াইট হাউজ ইতিমধ্যেই ঘোষণা করেছে, ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে অব্যহতি নিয়ে একদিন আগেই দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সঙ্কট মোকাবিলায় জি৭ বৈঠক থেকে নির্ধারিত দিনের একদিন আগেই ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিরেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে।