ঘটনাটি ঘটেছে মধ্য চীনে। যেখানে এক ব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছেন। ঘটনাটি ঘটে ৪ ফেব্রুয়ারি। এই সময়টিতে আট দিনের স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি চলছিল।
আরও পড়ুন: নৌকায় চুপিসারে দেশে ছেড়েছিলেন পাকিস্তানিরা! মাঝ সমুদ্রে বড় দুর্ঘটনা, ডুবে গেল ৬৫ জন
জানা গিয়েছে, হুনান প্রদেশের চাংশা রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। সেই সময়ই হঠাৎ করে তিনি মুখ থুবড়ে পড়ে যান। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি।
advertisement
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের এক ডাক্তার ও রেলওয়ে স্টেশনের কর্মীরা দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন। হার্ট অ্যাটাক হওয়া ব্যক্তির বয়স ৪০ বছর। প্রায় ২০ মিনিট পর তিনি জ্ঞান ফিরে পান। তবে জ্ঞান ফিরে পেয়ে যা বললেন, তা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যান।
আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা! নিজের বাড়িতে অজ্ঞাত কারণে মৃত্যু মহিলার, খিদের চোটে মালিকের শরীরই খেল পোষা কুকুর…
জ্ঞান ফিরতেই ওই ব্যক্তি হাসপাতালে যেতে রাজি হননি। উল্টে তিনি বললেন, “আমাকে বুলেট ট্রেন ধরতে হবে। এখনই আমায় কাজে বেরোতে হবে, না হলে দেরি হয়ে যাবে।”
পরিস্থিতি বেগতিক দেখে এক ডাক্তার পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নেন। তিনি ওই ব্যক্তিকে বোঝান যে, পড়ে যাওয়ার কারণে তিনি আঘাত পেয়ে থাকতে পারেন, তাই পরীক্ষা করানো জরুরি। সবকিছু ঠিক থাকলে তাকে ছেড়েও দেওয়া হতে পারে। এরপর ওই ব্যক্তি হাসপাতালে যেতে রাজি হন।
চীনে বাড়তে থাকা বেকারত্বের মধ্যে এই ব্যক্তির কাহিনী ইন্টারনেট ব্যবহারকারীদের মন ছুঁয়ে গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “ওহ, জ্ঞান ফিরে পেয়েই সে প্রথমে টাকার চিন্তা করল! সত্যিই আবেগপ্রবণ মুহূর্ত।”
অন্য একজন লিখেছেন, “সে একা নয়, আমাদের মধ্যে অনেকেই বাড়ির লোন থেকে শুরু করে সন্তানের শিক্ষার খরচ পর্যন্ত বহন করি। জীবন কারও জন্যই সহজ নয়।”
সাম্প্রতিক বছরগুলিতে চীনে বেকারত্বের হার ঊর্ধ্বমুখী। ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার ছিল ১৬.১%, যা অক্টোবরে ছিল ১৭.১%।
চীনে অতিরিক্ত ওভারটাইম কাজের কারণে হঠাৎ মৃত্যুর ঘটনাও প্রায়শই শিরোনামে আসে। ২০২২ সালে এক ৩০ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার জিমে হঠাৎ মারা যান। তিনি তার গর্ভবতী স্ত্রী ও প্রতি মাসে ২৭০০ ডলার লোন রেখে যান।