TRENDING:

Giant Pumpkin: অবিশ্বাস্য ! ১১৫৮ কেজি ওজনের বিশাল কুমড়ো, না দেখলে বিশ্বাসই হবে না!

Last Updated:

সম্প্রতি মার্কিন মুলুকে কিন্তু এমন বিশাল কুমড়োর সন্ধানই পাওয়া গিয়েছে ৷ অবিশ্বাস্য লাগলেও, দৈত্যাকার এই সব্জি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক: একটা কুমড়োর ওজন ২৫৫৪ পাউন্ড বা ১১৫৮ কেজি ! জীবনে কখনও এত বড় এবং ভারী কুমড়োর কথা শুনেছেন ? নিশ্চয় না ৷ সম্প্রতি মার্কিন মুলুকে কিন্তু এমন বিশাল কুমড়োর সন্ধানই পাওয়া গিয়েছে ৷ অবিশ্বাস্য লাগলেও, দৈত্যাকার এই সব্জি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক।
Photo Courtesy: AP
Photo Courtesy: AP
advertisement

আমেরিকার নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস তাঁর ক্ষেতে এই বিশাল কুমড়ো ফলিয়েছেন। বিশাল বড় কুমড়ো এর আগেও অনেক জায়গায় দেখা গিয়েছে ৷ কিন্তু এই কুমড়ো সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ৷ ছবি না দেখলে বিশ্বাসই হবে না, এত বড় কুমড়ো কী করে ফলতে পারে ৷

আরও পড়ুন- বার বার মনে পড়ছে প্রাক্তনের কথা? সম্পর্ক ভুলে আনন্দে বাঁচুন, দেখুন তো এগুলো কাজে লাগে কি না

advertisement

নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছে এই কুমড়ো। দেখে মনে হবে যেন কুমড়োটাকে বেলুনের মতো হাওয়া দিয়ে কেউ এত বড় ফুলিয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বলা বাহুল্য, এত বড় কুমড়ো ক্ষেতে ফলানো মোটেই সহজ কাজ ছিল না স্কটের কাছে ৷ দিন রাত সেটির দেখাশোনা করেছেন তিনি ৷ উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ো এখন এটিই ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Giant Pumpkin: অবিশ্বাস্য ! ১১৫৮ কেজি ওজনের বিশাল কুমড়ো, না দেখলে বিশ্বাসই হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল