রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মাস্কের নতুন রাজনৈতিক দল সম্পর্কে লেখেন ডোনাল্ড ট্রাম্প। মাস্কের নতুন রাজনৈতিক দলকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন, নিজের প্রতিক্রিয়ায় তাও বুঝিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘আমি নিশ্চিত গত পাঁচ সপ্তাহ ধরে এলন সম্পূর্ণ ভুলপথে রয়েছে।’’
advertisement
আমেরিকার রাজনৈতিক ভিত্তি বরাবরই দ্বিদলীয়। সেখানে মার্কিন ধনকুবের এলন মাস্ক তৈরি করেছেন নতুন একটি রাজনৈতিক দল। নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। আমেরিকার দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার উল্লেখ্য করে ট্রাম্পের মন্তব্য, ‘‘একটি তৃতীয় রাজনৈতিক দল কখনও আমেরিকায় সফল হয়নি। এই ব্যবস্থা তেমনভাবে তৈরিই নয়। এর মধ্যে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি সৃষ্টি করবে। কখনওই কোনও তৃতীয় দল সফল হয় না এখানে। সুতরাং, ও (মাস্ক) এটা উপভোগ করুক, কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর।’’