গত ছ দিন ধরে প্রবল সংঘর্ষ চলছে ইরানব এবং ইজরায়েলের মধ্যে৷ ইজরায়েলের সঙ্গে আমেরিকাও ইরানে আক্রমণ করবে কি না, তা নিয়েও প্রবল জল্পনা ছড়িয়েছে৷ ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই সম্ভাবনার কথা উস্কে দিয়েছেন৷ গতকালই নিঃশর্ত আত্মসমর্পণের জন্য ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প৷
ইরানকে আমেরিকা আক্রমণ করবে কি না, বুধবার হোয়াইট হাউজে ট্রাম্পকে সরাসরি সেই প্রশ্ন করা হয়৷ জবাবে সাংবাদিকদেক ট্রাম্প বলেন, ‘আমি হামলা করতেও পারি, নাও পারি৷ আমি কী করব আসলে কেউ জানে না৷’
advertisement
যদিও ট্রাম্পের হুঁশিয়ারিকে আমল না দিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ খামেনেই জানিয়েছেন, ইরান আত্মসমর্পণ করবে না৷ বরং আমেরিকা ইরানে আক্রমণ করলে তার জবাবে অপূরণীয় ক্ষতি হবে বলে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খামেনেই৷
গতকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তথাকথিত শীর্ষ নেতা ঠিক কোথায় লুকিয়ে আছেন, আমরা তা জানি৷ এই গোপন ডেরা আমাদের কাছে খুবই সহজ একটি টার্গেট, কিন্তু আপাতত তিনি সেখানে নিরাপদ৷ আমরা আপাতত তাঁকে সেখান থেকে বের করে (হত্যা) করব না৷’
ট্রাম্পকে জবাব দিয়ে খামেনেই পাল্টা বলেন, ‘আমেরিকা যদি কোনও ভাবে ইরানকে আক্রমণ করে তাহলে তার পাল্টা প্রত্যাঘাতে অপূরণীয় ক্ষতি হবে আমেরিকার৷’