TRENDING:

Donald Trump Threatens Iran: খামেনেই কোথায় লুকিয়ে, জানে আমেরিকা! ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি ট্রাম্পের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই কোথায় আত্মগোপন করে আছেন, তা জানে আমেরিকা৷ চাইলেই সেই গোপন ডেরা থেকে আমেরিকা খামেনেইকে বের করে আনতে পারে বলেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তবে আপাতত আমেরিকা সে পথে হাঁটছে না বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডন্ট৷
খামেনেইকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের৷
খামেনেইকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের৷
advertisement

শুধু তাই নয়, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে বলেও দাবি করেছেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পর আমেরিকাও ইজরায়েলের সঙ্গে মিলে ইরানের উপরে হামলা শুরু করবে কি না, তা নিয়ে বিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়েছে৷

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘তথাকথিত শীর্ষ নেতা ঠিক কোথায় লুকিয়ে আছেন, আমরা তা জানি৷ এই গোপন ডেরা আমাদের কাছে খুবই সহজ একটি টার্গেট, কিন্তু আপাতত তিনি সেখানে নিরাপদ৷ আমরা আপাতত তাঁকে সেখান থেকে বের করে (হত্যা) করব না৷’

advertisement

হুঁশিয়ারির সুরে ট্রাম্প আরও লিখেছেন কোনও সাধারণ মানুষ অথবা মার্কিন সেনাবাহিনীকে নিশানা করে ক্ষেপনাস্ত্র ছোড়া হোক, এমনটা আমেরিকা চায় না৷ তাঁর হুঁশিয়ারি, ‘আমাদের ধৈর্য কমে আসছে৷’

আবার অন্য একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের আকাশের উপরে এখন আমাদের নিয়ন্ত্রণ রয়েছে৷’ ইরানকে কটাক্ষ করে ট্রাম্প আরও লিখেছেন, ‘নিজেদের আকাশকে রক্ষা করতে ইরানের হাতে প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল ঠিকই, কিন্তু সেগুলি আমেরিকায় তৈরি সরঞ্জামের তুলনায় কিছু নয়৷ আমেরিকার থেকে ভাল কেউ এসব তৈরি করতে পারে না৷’ আরও একটি পোস্টে তেহরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে বলে দাবি করেছেন ট্রাম্প৷

advertisement

মঙ্গলবারই ট্রাম্প হুঁশিয়ারির সুরে বলেছিলেন, কোনও সংঘর্ষবিরতি নয়, বরং পাকাপাকি ভাবে সংঘর্ষ বন্ধ হবে এবার৷ একই সঙ্গে বড় কিছু ঘটবে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সংঘর্ষবিরতি নয়, তার থেকেও ভাল কিছু ঘটাতে চাই আমি৷ যাতে এই সংঘাতের প্রকৃত পরিসমাপ্তি ঘটে৷’ ট্রাম্পের সুরেই মঙ্গলবার ইজরায়েলও খামেনেইয়ের পরিণতি ইরাকের সাদ্দাম হুসেনের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump Threatens Iran: খামেনেই কোথায় লুকিয়ে, জানে আমেরিকা! ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল