ট্রাম্প ট্যুইটে জানিয়েছেন, ‘এই নির্বাচনে আমি জয়ী হয়েছে , তাও আবার বড় অঙ্কের পার্থক্যে ৷’ ট্যুইটার অবশ্য ট্রাম্পের ট্যুইটের সঙ্গে এই মেসেজ দিয়ে দিয়েছিল যে যখন এই ট্যুইট করা হয়েছিল তখন সম্ভবত সরকারি সূত্রের তরফে ভোটের ফলাফল বা রেজাল্ট প্রকাশ করা হয়নি ৷নির্বাচনে কারচুপির কথা ফের এবার তোলেন ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি জানিয়েছেন, ভোট কেন্দ্রের ভিতর কিছু কারচুপি করা হয়েছে ৷ এবং পেনসেলভেনিয়াতে লক্ষ লক্ষ ভোট অবৈধ ভাবে নেওয়া হয়েছে ৷
advertisement
আমেরিকার বেশ কিছু রাজ্যে এখনও ভোট গণনা চলছে ৷ জর্জিয়াতে ১৬ ইলেক্টোরাল ভোট রয়েছে এবং ৯৯ শতাংশ গণনা হয়ে গিয়েছে ৷ এখানেও বাইডেন ৪০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন ৷ নেভাদায় ৬ ইলেক্টোরাল ভোট রয়েছে ৷ এখানেও ৮৭ শতাংশ ভোট গণনা হয়ে গিয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, এখানেও বাইডেন ২২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে৷ অ্যারিজোনায় ১১ ইলেক্টোরাল ভোট রেয়েছে ৷ এখানেও ৯০ শতাংশ গণনা হয়ে গিয়েছে ৷
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নাগরিককে ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন ৷ ট্যুইটে তিনি জানিয়েছেন,‘আপনারা সবাই আমাদের মহান দেশের নেতৃত্বের জন্য আমাকে নির্বাচিত করেছেন ৷ এর জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ ৷ আগামী দিনে অনেক কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে ৷ তবে আমি এটুকু কথা দিতে পারি পারি, আমি সকলের প্রেসিডেন্ট হয়ে উঠব।’