সূত্রের খবর ওই মাদ্রাসায় মোট ৫০ জন পড়ুয়া পড়াশুনা করত। কিন্তু, সেই সময় কোনও ক্লাস চলছিল না।
এই বিস্ফোরণের ফলে দক্ষিণ কেরানিগঞ্জের হাসনাবাদ এলাকার একতলার বাড়িতে অবস্থিত ছিল এই উম্মাল কোরা আন্তর্জাতিক মাদ্রাসা। কিন্তু, এই প্রবল বিস্ফোরণের ফলে ওই ওই মাদ্রাসার ঘরগুলির দেওয়াল ভেঙে গিয়েছে। পুলিশ ওই স্থান থেকে বেশ কিছু রাসায়নিক এবং বোমা বানানোর সামগ্রী উদ্ধার করেছে।
advertisement
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মাদ্রাসার যে দুটি ঘরে পড়াশুনা চলত তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। অন্যদিকে, পাশের বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয়।
এই বাড়ির মালিক পারভিন বেগম জানিয়েছেন, ওই বাড়িতে কোনওধরনের বেআইনি কার্যকলাপ নিয়ে তিনি অবগত ছিলেন না।
ওই এলাকার এসপি মিজানুর জানিয়েছেন, ইতিমধ্যেই ওই স্থান থেকে রাসায়নিক উদ্ধার করা হয়েছে, এছাড়াও এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কেন এই ঘটনা ঘটল এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের খোঁজ চলছে।
