TRENDING:
LIVE NOW

Bangladesh Violence News LIVE Updates: জ্বলছে গোটা বাংলাদেশ, অবশেষে ব্যর্থ ইউনূসের আহ্বান, 'শান্ত থাকুন জনতা'!

Last Updated:

Bangladesh Protests (উত্তাল বাংলাদেশ) News Today LIVE Updates in Bangla: উত্তাল বাংলাদেশ। শরিফ ওসমান হাদির বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকায় তুমুল অশান্তি শুরু হয়েছে। অবশেষে শান্তির আহ্বান মহম্মদ ইউনূসের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

Bangladesh Unrest Live Updates: ফের অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পেলেন না সাংবাদিকেরাও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এব‌ং ‘দ্য ডেলি স্টার’-এর দফতরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। ‘বিবিসি বাংলা’-র প্রতিবেদন অনুসারে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়। আটকে পড়া সাংবাদিকদের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সংবাদপত্রগুলি জানিয়েছে, রাজশাহীতেও মুজিবের অপর একটি বাড়ি এবং আওয়ামী লীগের দফতর ভাঙচুর করা হয়েছে।

Bangladesh Violence (উত্তাল বাংলাদেশ) News Today LIVE Updates:

Bangladesh Violence News
Bangladesh Violence News
advertisement
Dec 19, 20252:40 PM IST

উত্তাল বাংলাদেশ: শান্তির আহ্বান ইউনূসের

মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার চলমান অস্থিরতার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে, জনতার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। তারা এই বিশৃঙ্খলার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানকে দায়ী করেছে। তারা বলেছে যে তারা “তীব্র এবং দ্ব্যর্থহীনভাবে” সকল ধরনের সহিংসতা, ভয় দেখানো, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের নিন্দা জানায় এবং সতর্ক করে দেয় যে এই ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার হুমকি দেয়।
Dec 19, 20251:59 PM IST

উত্তাল বাংলাদেশ: নীরবতা ভাঙল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার চলমান অস্থিরতার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে, জনতার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। তারা এই বিশৃঙ্খলার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানকে দায়ী করেছে। তারা বলেছে যে তারা “তীব্র এবং দ্ব্যর্থহীনভাবে” সকল ধরনের সহিংসতা, ভয় দেখানো, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের নিন্দা জানায় এবং সতর্ক করে দেয় যে এই ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার হুমকি দেয়।
Dec 19, 202512:55 PM IST

উত্তাল বাংলাদেশ: সাংবাদিককে গুলি করে খুন খুলনায়

বৃহস্পতিবার খুলনায় আততায়ীদের গুলিতে খুন হয়েছেন ইমদাদুল হক মিলন (৪৫) নামে এক সাংবাদিক। তবে নাম একই হলেও ইনি বর্ষীয়ান সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন নন।
advertisement
Dec 19, 202512:53 PM IST

উত্তাল বাংলাদেশ: ঢাকায় অস্থিরতার প্রতিক্রিয়া শশী থারুরের

কংগ্রেস সাংসদ শশী থারুর বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই দেশের মধ্যে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় থারুর বলেন, বাংলাদেশ থেকে প্রকাশিত প্রতিবেদনে তিনি “গভীরভাবে হতাশ”। তিনি উল্লেখ করেছেন যে, বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি ভারত সরকারকে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করতে ঢাকার সাথে ইতিবাচকভাবে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছে।
Dec 19, 202511:48 AM IST

উত্তাল বাংলাদেশ: ঢাকায় জরুরি বৈঠক ডাকলেন ইউনূস

বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকার শাহবাগে জমায়েত করেছিলেন বহু মানুষ। তার পরেই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রাতেই ইউনূস জানিয়েছেন, হাদির মৃত্যুতে আগামী শনিবার বাংলাদেশে শোকদিবস পালন করা হবে। জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হবে। সেই সঙ্গে তিনি জানান, ওসমানের স্ত্রী ও সন্তানের দায়িত্ব গ্রহণ করবে সরকার।
Dec 19, 202510:54 AM IST

উত্তাল বাংলাদেশ: দিকে দিকে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে বিক্ষোভকারীদের একাংশ

দিকে দিকে ফের ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে একদল। ভারত – বিরোধী স্লোগান তোলা হচ্ছে দিকে দিকে। কট্টরপন্থীরা বৃহস্পতিবার রাতেই ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে ইটপাটকেল ছোড়ে। বাংলাদেশে এই অশান্তির দিকে নজর রাখছে ভারত। শুক্রবার সিঙ্গাপুর থেকে দুপুর ৩টে ৫০ মিনিটে ওসমান হাদির দেহ আনা হবে শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর শেষযাত্রা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
advertisement
Dec 19, 202511:35 AM IST

Bangladesh Violence News LIVE: প্রবীণ সাংবাদিকের উপর জনতার আক্রমণ

বাংলাদেশের নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বৃহস্পতিবার একদল জনতার হাতে লাঞ্ছিত হন। অনলাইনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হামলার সময় বিক্ষোভকারীরা তাঁর চুল ধরে মারধর করছে।
Dec 19, 202511:35 AM IST

Bangladesh Violence News LIVE: ওসমান হাদির মৃত্যুতেই এত উত্তাল বাংলাদেশ, কে এই হাদি?

জুলাই আন্দোলনের পর হাদির নেতৃত্বে ছাত্র-জনতার একাংশ গড়ে তোলে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মূল দাবি ছিল, যাবতীয় আধিপত্যবাদের বিপ্রতীপে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়বিচারের দাবি প্রতিষ্ঠা করা। ক্রমে হাসিনা-বিরোধী আন্দোলনের অন্যতম কাণ্ডারী হয়ে ওঠে হাদির দল। চলতি বছরে ‘সন্ত্রাসী’ ও ‘রাষ্ট্রবিরোধী’ সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে ‘ন্যাশনাল অ্যান্টি-ফ্যাসিস্ট ইউনিটি’ গড়ে ওঠে, সেখানেও ইনকিলাব মঞ্চের সক্রিয় ভূমিকা ছিল।
Dec 19, 202511:35 AM IST

Bangladesh Violence News LIVE: উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পাননি সাংবাদিকেরাও

উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পেলেন না সাংবাদিকেরাও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এব‌ং ‘দ্য ডেলি স্টার’-এর দফতরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। ‘বিবিসি বাংলা’-র প্রতিবেদন অনুসারে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়। আটকে পড়া সাংবাদিকদের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
advertisement
Dec 19, 202511:36 AM IST

Bangladesh Violence News LIVE: ভয়াবহ অবস্থা বাংলাদেশে! পিটিয়ে-পুড়িয়ে খুন সংখ্যালঘু যুবককে

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বহুদিন ধরেই। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ময়মনসিংহে এক সংখ্যালঘু ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। নিহতের নাম দীপু দাস। অভিযোগ উঠেছে, কোনও বিচার ছাড়াই, কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই এক সংখ্যালঘু হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু বর্বরতা সেখানেই থামেনি।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Violence News LIVE Updates: জ্বলছে গোটা বাংলাদেশ, অবশেষে ব্যর্থ ইউনূসের আহ্বান, 'শান্ত থাকুন জনতা'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল