TRENDING:

Asim Munir: আসিম মুনির যাবেন আমেরিকায়! কূটনৈতিক বিপর্যয় বলছে কংগ্রেস

Last Updated:

Asim Munir: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুনির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী করল আমেরিকা?
কী করল আমেরিকা?
advertisement

ইসলামিক স্টেট (খোরাসান) সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে ‘অসাধারণ অংশীদার’ হিসেবে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন আমেরিকার শীর্ষ এক সেনা কর্মকর্তা।

advertisement

এরই মাঝে, ভারত যার বক্তব্যকে ২২ এপ্রিল পেহলগাঁওতে রক্তক্ষয়ী হামলার উস্কানি হিসেবে দোষারোপ করেছে, সেই পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির এবার যাচ্ছেন আমেরিকায়।

advertisement

এদিকে, কানাডায় অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের কয়েকদিন আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইঙ্গিত দিয়েছে—কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যস্থতার আগ্রহ ওয়াশিংটনের এখনও রয়েছে, যদিও নয়াদিল্লি বরাবরই বলে আসছে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়, এবং কোনও তৃতীয় পক্ষের ভূমিকার প্রশ্নই ওঠে না।

advertisement

মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ক কমান্ড (সেন্টকম)-এর প্রধান জেনারেল মাইকেল কুরিল্লা মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন সেনেটের সশস্ত্র পরিষদ কমিটির সামনে বক্তব্য রাখার সময় বলেন, ‘তারা (পাকিস্তান) বর্তমানে সক্রিয়ভাবে সন্ত্রাসবিরোধী লড়াই চালাচ্ছে, এবং এই ক্ষেত্রে তারা এক অসাধারণ অংশীদার।’ তিনি পাকিস্তান সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন আইএস-কে সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে, বিশেষ করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অঞ্চলে পরিচালিত অভিযানের জন্য।

advertisement

জেনারেল কুরিল্লা উল্লেখ করেন, পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি আইএস-কে-র সিনিয়র অপারেশনাল কমান্ডার মোহাম্মদ শরিফুল্লাহকে গ্রেফতার করেছে, যিনি ২০২১ সালের ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবি গেটে আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ। সেই হামলায় ১৩ জন মার্কিন সেনা ও ১৬৯ জন আফগান নাগরিক নিহত হন।

তিনি আরও বলেন, ‘সেন্ট্রাল এবং সাউথ এশিয়া অঞ্চলে আমাদের জন্য সুযোগ রয়েছে, যেখানে আমরা পাকিস্তান ও অন্যান্য মধ্য এশীয় অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও সম্প্রসারিত করতে পারি।’ এদিকে, পাকিস্তান সেনাপ্রধান মুনির ১৬ এপ্রিল ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের এক সম্মেলনে ভাষণ দেন, যেখানে তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবনরেখা’ বলে মন্তব্য করেন এবং ‘দ্বিজাতি তত্ত্ব’কে সমর্থন করে বলেন— মুসলমানদের উচিত তাদের সন্তানদের হিন্দুদের থেকে নিজেদের পার্থক্য বোঝানো।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Asim Munir: আসিম মুনির যাবেন আমেরিকায়! কূটনৈতিক বিপর্যয় বলছে কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল